Sunday, May 12, 2024

বাঘারপাড়ায় প্রথম পর্বে ৩৮০৭ পরিবার পেল টিসিবি পণ্য

বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি,আজম খাঁনঃআসন্ন পবিত্র রমজান উপলক্ষে  প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশব্যাপী নিম্নআয়ের পরিবারের মধ্যে ভর্তুকিমূল্যে টিসিবি পণ্য বিক্রি শুরু হয়েছে যশোরের বাঘারপাড়ায়।প্রথম পর্বে একজন কার্ডধারী একশ’ দশ টাকা দরে দুই লিটার বোতলজাত সয়াবিন তেল, ৫৫ টাকা দরে দুই কেজি চিনি, ৬৫ টাকা দরে দুই কেজি মসুরের ডাল কিনতে পারবেন। যার প্যাকেজ মূল্য হবে চারশ’ ৬০ টাকা।রোববার সকাল ১০ টায় বাঘারপাড়া পৌরসভায় এ কর্মসূচির উদ্বোধন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী সায়েমুজ্জামান।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আ ন ম আবুজর গিফারী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তামান্না ফেরদৌসী, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রউফ মোল্যা, প্রকল্প (বাস্তবায়ন) কর্মকর্তা সামছুন্নাহার, পৌরসভার প্যানেল মেয়র শরিফুল ইসলাম,বিআরডিবি কর্মকর্তা হাসান ইমাম,পৌর কাউন্সিলর নমিতা শর্মা, শহিদুল ইসলাম,ওলিয়ার রহমান,সিরাজুল ইসলাম উজ্জ্বলসহ পৌরসভার কর্মকর্তাবৃন্দ। এদিন প্রথম পর্বে পৌরসভায় ৭শ’ ৫৮, দরাজহাট ইউনিয়নে এক হাজার ৬৩,ধলগ্রাম ৮শ’ ৯৭ ও জহুরপুর ইউনিয়নে এক হাজার ৮৯ নিম্নআয়ের পরিবার এ সুবিধা পাবেন বলেন জানান ইউএনও আ ন ম আবুজর গিফারী।
- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত