Friday, May 17, 2024

মোরেলগঞ্জে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধিঃ বাগেরহাটের মোরেলগঞ্জে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপযাপন হয়েছে।
বৃহস্পতিবার (১৭ মার্চ) দিবসটি পালন উপলক্ষে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, পুলিশ প্রশাসন, উপজেলা পরিষদ, মোরেলগঞ্জ পৌরসভা, উপজেলা আওয়ামীলীগসহ  বিভিন্ন সরকারি বে-সরকারি, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান আলাদা আলাদা ভাবে দিবসটি পালন করেছেন।
দিনের শুরুতে সকালে উপজেলা প্রসাশনের আয়োজনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, জাতীয় পতাকা উত্তালন, শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রায় নেতৃত্ব দেন, বাগেরহাট-৪-আসনের সাংসদ এডভোকেট আমিরুল আলম মিলন, এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব  এডভোকেট শাহ ই আলম বাচ্চু,উপজেলা নির্বাহী অফিসার মো.জাহাঙ্গীর আলম,অতিরিক্ত পুলিশ সুপার মোরেলগঞ্জ সার্কেল সোনিয়া পারভীন, সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ আলী হাসান, থানা অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) মোহাম্মদ শাহজাহান আহমেদ, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার লিয়াকত আলী খান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম,উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিম ছাবুলসহ উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি-বেসরকারি কর্মকর্তা ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকাবৃন্দ। শোভাযাত্রা শেষে উপজেলা অফিসার্স ক্লাবে দিবসের তাৎপর্যের ওপর ও শিশুর স্বাস্থ্য সচেতনতা, পুষ্টি ও খাদ্য সম্পর্কে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী অফিসার মো.জাহাঙ্গীর আলম এর  সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাগেরহাট-৪- আসনের সাংসদ  এডভোকেট আমিরুল আলম মিলন,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট শাহ্‌ -ই-আলম বাচ্চু,অতিরিক্ত পুলিশ সুপার মোরেলগঞ্জ সার্কেল সোনিয়া পারভীন, সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ আলী হাসান,থানা অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) মোহাম্মদ শাহজাহান আহমেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা ছাবুল, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার লিয়াকত আলী খানসহ উপজেলার সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও বিভিন্ন সংগঠনের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিনেন।
আলোচনা সভা শেষে বঙ্গবন্ধুর জন্মদিন ও শিশু দিবস উপলক্ষে কেক কাটা অনুস্ঠান হয়।পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের  শিশুদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান, কুইজ, চিত্রাংকন, রচনা প্রতিযোগিতা, জাতির জনক বঙ্গবন্ধুর জীবনীর উপর ভাষণে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ শেষে উপজেলা পরিষদ সবুজ চত্বরে শান্তির পায়রা ও বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে উন্নয়ন মেলার শুভ উদ্বোধন করেন,বাগেরহাট- ৪- আসনের সাংসদ এডভোকেট আমিরুল আলম মিলন।
এছাড়া দিবসটি উপলক্ষে মোরেলগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও সকল অঙ্গসংগঠনের আয়োজনে সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও  বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক, শোভাযাত্রা এবং বিকেল ৩ টায় এসিলাহা পাইলট হাই স্কুল মাঠে জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-৪ আসনের সাংসদ এডভোকেট আমিরুল আলম মিলন।
জনসভা শেষে  জাতির জনক বঙ্গবন্ধুর জন্ম দিন উপলক্ষে ভালো থেকো  নেতা-কর্মীবৃন্দ কর্তৃক কেক কাটা হয় পরে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।
- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত