Thursday, May 16, 2024

যশোরে দোষ স্বীকার করায় প্রবেশনে মুক্তি

যশোরে মাদক মামলায় দু’ ব্যক্তির প্রবেশনে মুক্তি দিয়েছে আদালত। বুধবার যুগ্ম দায়রা জজ শিমুল কুমার বিশ্বাস এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের এপিপি লতিফা ইয়াসমিন। আসামিরা হলেন, যশোর সদর উপজেলার তালবাড়িয়া গ্রামের তরিকুল ইসলামের ছেলে আল আমিন ও নতুন খয়েরতলা এলাকার আব্দুল কাদেরের ছেলে রাকিব হাসান।
আদালতের বেঞ্জ সহকারী আব্দুল কাইয়ুম জানান, আসামিদের স্বেচ্ছায় দোষ স্বীকারের প্রেক্ষিতে এক বছরের জন্য প্রবেশনে মুক্তি দেয়া হয়েছে। আসামিদের ৭ মার্চের ভাষণ সম্পর্কে বিস্তারিত জেনে একশ’ শব্দের মধ্যে একটি সারমর্ম লিখে প্রবেশন কর্মকর্তার কাছে জমা দিতে হবে।  এছাড়া, নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া সাখওয়াত হোসেন ও বেগম সুফিয়া কামালের জীবনী সংবলিত বই পড়তে হবে। পথশিশু ও প্রতিবন্ধীদের পরিচর্যা ও আহারের ব্যবস্থা করতে হবে।
রাতদিন সংবাদ
- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত