Thursday, May 16, 2024

যশোরে বাজার তদারকি শুরু করেছে প্রশাসন

যশোরে নির্ধারিত মূল্যে ভোজ্য তেল বিক্রি হচ্ছে কিনা এই বিষয়ে বাজার তদারকি করেছে ভ্রাম্যমান আদালত। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী সায়েমুজ্জামানের নেতৃত্বে শহরের হাটখোলা রোডের বিভিন্ন দোকানে এবং বকুলতলার পাইকারী তেল গোডাউনে অভিযান পরিচালনা করা হয়।
অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট বলেন, পাইকারী দামে তেল বিক্রি হচ্ছে কিনা এবং ব্যবসায়ীরা ভাউচার সংরক্ষণ করছেন কিনা, অতিরিক্তি মূল্যে বাজারে কোথাও তেল বিক্রি হচ্ছে কিনা এ সকল বিষয়ে তদারকি করা হয়েছে এবং তেল ব্যবসায়ী ও বিক্রেতাদেরকে নির্ধারিত মূল্যে তেল বিক্রয়ের জন্য হুঁশিয়ারী দেয়া হয়েছে।
এছাড়া সকল দোকানে পণ্যের মূল্য তালিকা টাঙানোসহ অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি করলে আইনানুগ ব্যবস্থা নেয়া বলে সকলকে সতর্ক করেন তিনি। পরবর্তীতে তাদের এই অভিযান অব্যাহত থাকবে বলে তিনি আরও জানান।
এসময় উপস্থিত ছিলেন,জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ওয়ালিদ বিন হাবিব, অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসেন, কৃষি বিপনন অধিদপ্তরের সিনিয়র কৃষি বিপনন কর্মকর্তা রবিউল ইসলাম।
- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত