Friday, May 17, 2024

বেনাপোলে অমর একুশে উদযাপন

- Advertisement -

মাসুদুর রহমান শেখ বেনাপোলঃ যশোর জেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক ও বেনাপোল পৌরমেয়র আশরাফুল আলম লিটন বলেছেন, ভাষা শক্তি, ভাষা আবেগ, ভাষা আবেদন একটি মানুষকে একটি জাতিকে অনন্য এক উচ্চতায় নিয়ে যেতে পারে। একটি জাতির প্রধান এবং প্রথম সম্পদ হচ্ছে ভাষা। সোমবার সকাল ৯ টায়  বেনাপোল পৌর আওয়ামীলীগ কার্যালয়ে অনুষ্ঠিত  প্রধান অতিথি হিসাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস  এসব কথা বলেন। এর আগে সকাল সাড়ে ৮ টার সময় বেনাপোল কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। বেনাপোল পৌর আওয়ামীলীগ কার্যালয়ে শার্শা উপজেলা আওয়ামীলীগ ও বেনাপোল পৌর আওয়ামীলীগ এর আয়োজনে ভাষা শহীদদের স্মরনে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা ও দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেনাপোল পৌর আওয়ামীলীগ নেতা মোজাফফার হোসেন। এর আগে বেনাপোল কেন্দ্রীয় শহীদ মিনারে বিভিন্ন সংগঠনের নেতা কর্মীরা বিনম্র শ্রদ্ধায় পুস্পস্তবক অর্পন করেন শহীদদের স্মরনে। শ্রদ্ধা নিবেদন করে শার্শা উপজেলা আওয়ামীলীগও বেনাপোল পৌর আওয়ামীলীগ, বেনাপোল পৌরসভা, বেনাপোল পৌর যুবলীগ, আওয়ামী সাংস্কৃতিক ফোরাম, বেনাপোল মরিয়ম মেমোরিয়াল বালিকা বিদ্যালয়, পৌর মহিলা আওয়ামী লীগ, শার্শা উপজেলা মহিলা আওয়ামী লীগ, বেনাপোল পৌর কর্মকর্তা-কর্মচারী, বেনাপোল ইমরাত শ্রমিক ইউনিয়ন, শার্শা উপজেলা ও বেনাপোল পৌর ছাত্রলীগ। আলোচনা ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা আওয়ামীলীগ এর সাংগঠনিক সম্পাদক আব্দুল মালেক, দপ্তর সম্পাদক আজিবর রহমান, পৌর প্যানেল মেয়র সাহাবুদ্দিন মন্টু, আওয়ামীলীগ নেতা মতিয়ার রহমান মধু, বেনাপোল পৌর আওয়ামী যুবলীগের আহবায়ক সুকুমার দেবনাথ, আওয়ামী সাংস্কৃতিক ফোরাম এর যশোর জেলার কার্যকরি সদস্য জাকির হোসেন আলম, শার্শা উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সজল প্রমুখ।

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত