Friday, May 17, 2024

নড়াইলে শিল্পী কাজল মুখার্জ্জীর ১৯তম প্রয়াণ দিবস পালিত

- Advertisement -

সৈয়দ নাইমুর রহমান ফিরোজ, নড়াইল প্রতিনিধি: নড়াইলে চিত্রশিল্পী কাজল মুখার্জীর ১৯তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার(১২ ফেব্রুয়ারি) নড়াইল সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে শোক র্যা লি, শিল্পী সমাধিতে পুস্পমাল্য অর্পণ, শিশুদের মধ্যে মিষ্টি বিতরণ এবং স্মরণসভার আয়োজন করা হয়। দিবসটি উপলক্ষে শিল্পী সুলতান মঞ্চ থেকে একটি র্যাণলি বের হয়ে শহরের কুরিগ্রামে শিল্পীর সমাধিতে গিয়ে শেষ হয়। সেখানে শিল্পীর সমাধিতে পুস্পমাল্য অর্পণ শেষে সমাধি চত্বরে সম্মিলিত সাংস্কৃতিক জোটের কর্মকর্তা আব্দুর রশিদ মন্নুর সভাপতিত্বে বক্তব্য দেন নড়াইল সম্মিলিত সাংস্কৃতিক জোটের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান লিটু, মূর্ছনা সংগীত নিকেতনের সভাপতি ও নড়াইল প্রেসক্লাবের সাধারন সম্পাদক শামীমূল ইসলাম টুলু, এসএম সুলতান বেঙ্গল আর্ট মহাবিদ্যালয়ের অধ্যক্ষ অনাদী বৈরাগী, নড়াইল সরকারি উচ্চ বালক বিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষক সমির মজুমদার ও সৌরভ ব্যানার্জ্জী। জানা যায়, নড়াইলে সুলতান মেলা, ভাষা শহীদদের স্মরণে লাখো মোমবাতি প্রজ্জ্বলন অনুষ্ঠান, বৈশাখী মেলাসহ বিভিন্ন অনুষ্ঠানের সূচনা এবং নড়াইলের সাংস্কৃতিক কর্মকান্ডকে এগিয়ে নিতে প্রয়াত সঙ্গীতজ্ঞ এবং চিত্রশিল্পী কাজল মুখার্জ্জী অন্যতম ভূমিকা রেখেছেন। এছাড়া চিত্রশিল্পী এস.এম সুলতানের হাতে গড়া শিশু স্বর্গ, লাল বাউল সম্প্রদায়, মূর্ছনা সংগীত নিকেতনসহ বিভিন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠানে চিত্রাংকন এবং যন্ত্র সংগীত তবলা বিভাগের শিক্ষক ছিলেন।

 

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত