Friday, May 17, 2024

সর্বস্তরে বাংলাভাষা প্রচলন নিশ্চিতের দাবিতে যশোরে মতবিনিময়

- Advertisement -

সর্বস্তরে বাংলাভাষার প্রচলন নিশ্চতকরণের দাবিতে যশোরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাতে প্রেসক্লাব যশোর মিলনায়তনে প্রেসক্লাব ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী সোমবার জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হবে।

সর্বস্তরে বাংলাভাষার প্রচলন নিশ্চতকরণের দাবির মধ্যে রয়েছে, সাইনবোর্ডে বাংলা ভাষার ব্যবহার বাধ্যতামূলক ও সড়কগুলোর নাম পূর্ণাঙ্গ এবং শুদ্ধ বাংলায় লিখতে হবে।

প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি অধ্যাপক সুকুমার দাস, সাধারণ সম্পাদক সানোয়ার আলম খান দুলু, প্রেসক্লাব যশোরের সহসভাপতি ওহাবুজ্জামান ঝন্টু ও নূর ইসলাম,

সম্পাদক এসএম তৌহিদুর রহমান, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি ফারাজী আহমেদ সাঈদ বুলবুল, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহমুদ হাসান বুলু,

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি যশোরের সভাপতি হারুন অর রশিদ, উদীচী যশোরের সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান খান বিপ্লব, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান মিলন,

কোষাধ্যক্ষ হাবিবুর রহমান রিপন, দপ্তর সম্পাদক তৌহিদ জামান, সাংবাদিক সাজেদ রহমান বকুল, সাংস্কৃতিক কর্মী শাহেদ নওয়াজ, প্রভাষক তরিকুল ইসলাম, সাংবাদিক ইন্দ্রজিৎ রায় প্রমুখ।

রাতদিন সংবাদ

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত