Friday, May 17, 2024

কেশবপুরে স্থগিত হওয়া নির্বাচনে চতুর্থবারের চেয়ারম্যান হলেন আলাউদ্দিন আলা

- Advertisement -

মোঃজাকির হোসেন,কেশবপুরঃ  কেশবপুরে ৭ ফেব্রুয়ারী নজির বিহীন কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে স্থগিত হওয়া ৫ জানুয়ারী পঞ্চম ধাপে নতুন মুলগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রের ভোট অনুষ্ঠিত হয়েছে। গত ৫ জানুয়ারী পঞ্চম ধাপে অনুষ্ঠিত নৌকার প্রার্থীর পক্ষে ভোট কেটে নেযার অভিযোগে স্থগিত হওয়া নূতন মূলগ্রামের একটি ভোট কেন্দ্রের ভোট স্থগিত করা হয়।

নির্বাচনে বিএনপি সমর্থিত স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান প্রভাষক আলাউদ্দিন আলা একাধারে চতুর্থবার বিজয়ী হয়েছেন। তিনি নৌকা সমর্থিত প্রার্থী গৌতম রায়কে ২০২ ভোটের ব্যবধানে পরাজিত করেন। চেয়ারম্যান আলা উদ্দীন আলা মোটর সাইকেল প্রতিকে ১১শ ৭৩ ভোট পেয়ে বিজয়ী হন।ও গৌতম রায় নৌকা ৫শ ১৩ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। এ নিয়ে ইউনিয়নের ১০ টি ভোট কেন্দ্রের ফলাফলে মোটর সাইকেল প্রার্থী প্রভাষক আলাউদ্দিন আলা ৬ হাজার ১শ ২ ভোট পান। তার নিকটতম প্রতিদ্বন্ধি নৌকা প্রতিকের প্রার্থী গৌতম রায় ৫হাজার ৯শ ভোট পান।

অপরদিকে সংরক্ষিত মহিলা সদস্যা পদে রাশিদা বেগম (তালগাছ) ও ২ নম্বর ওয়ার্ডে সাধারণ সদস্য পদে সিরাজুল ইসলাম চতুর্থবার (তালা) প্রতিক নিয়ে বে সরকারি ফলাফলে নির্বাচিত হয়েছেন বলে উপজেলা নিবৃাচন অফিসার বজলুর রশিদ জানান।

উপজেলা সহকারি রির্টাণিং অফিসার উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মনির হোসেন জানান, স্থগিত থাকা এ নির্বাচনে ২ নম্বর ওয়ার্ড নুতনমুল গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মোট ২হাজার ১শ ১৯ ভোটের মধ্যে ১৭শ ২৮ জন ভোটার ভোট প্রদান করেছেন। যার মধ্যে বাতিলকৃত ব্যালট ৩১ টি।

উৎসব মুখর পরিবেশে প্রশাসনের কঠোর অবস্থানে ভোটারদের মধ্যে ব্যাপক সাড়া জাগে। সকাল সাড়ে ৬টা থেকে কেন্দ্রের মধ্যে নারী পুরুষ ভোটার অবস্থান নেন। নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ করতে চীপ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট, নির্বাহী ম্যাজিষ্ট্রেট, পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাসহ র‌্যাব-৬ এর একটি টীমকে কেন্দ্রে সারাক্ষন অবস্থান করতে দেখা গেছে।

 

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত