Friday, May 17, 2024

সফল সংগঠক হিসেবে অবদান রাখায় আরজেএফ এর শামীম আখতারকে সম্মাননা প্রদান

- Advertisement -

কেশবপুর প্রতিনিধিঃ সফল সংগঠক হিসেবে অবদান রাখায় ২৮জানুয়ারী বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে বিশ্ব তথ্য সুরক্ষা দিবস উপলক্ষে রুর‌্যাল জার্নালিষ্ট ফাউন্ডেশন (আরজেএফ) এর পক্ষন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার সভাপতি ও দৈনিক আজকের কালের চিত্র প্রত্রিকার খুলনা বিভাগীয় প্রধান সাংবাদিক শামীম আখতার মুকুলকে বর্ষসেরা সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।

উক্ত অনুষ্ঠানে রুর‌্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ) এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এস এম জহিরুল ইসলাম সভাপতিত্বে সংগঠনের ভারপ্রাপ্ত মহাসচিব মোঃ আল-আমিন শাওনের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান আলহাজ্ব মিছবাহুর রহমান চৌধুরী।

প্রধান বক্তা ছিলেন দৈনিক বাংলাদেশ সমাচার ও দ্যা ডেইলী বাংলাদেশ ডায়েরীর সম্পাদক ড. খান আসাদুজ্জামান। মূল প্রবন্ধক ছিলেন বঙ্গবন্ধু গবেষণা পরিষদের সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ফেডারেশন অব বাংলাদেশ জার্নালিস্ট অর্গানাইজেশন (এফবিজেও)’র চেয়ারম্যান লায়ন এইচ এম ইব্রাহিম ভূইয়া। স্বাগত বক্তব্য রাখেন, দৈনিক সকালের সময়ের যুগ্ম সম্পাদক মানিক লাল ঘোষ, বাংলাদেশ মানবাধিকার সমিতির চেয়ারম্যান মঞ্জুর হোসেন ঈসা।

অন্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন, ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার সভাপতি সাংবাদিক শামীম আখতার মুকুল, সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আলাউদ্দীন আমীন, আরজেএফ’র কোষাধ্যক্ষ শফিউর রহমান কাজী, যুগ্ম মহাসচিব সাজ্জাদ আলম খান সজল, সাংগঠনিক সম্পাদক ছিদ্দিকুর রহমান আজাদী, প্রচার সম্পাদক আমিনুল ইসলাম, দপ্তর সম্পাদক কবি মাহবুব আরা দুলু, সাংস্কৃতিক সম্পাদক লুৎফর রহমান রিক্তা।

সংগঠনের পক্ষ থেকে নানা ক্যাটাগরীতে নির্বাচিত বিভিন্ন জেলা ও উপজেলার ২২জন সংগঠককে বর্ষসেরা সম্মাননা-২০২১ ক্রেস্ট প্রদান করা হয়।

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত