Friday, May 17, 2024

চৌগাছার কৃষক ও কৃষানীর উদ্বুদ্ধকরণ ভ্রমন

- Advertisement -

শ্যামল দত্ত(যশোর) চৌগাছা থেকেঃ যশোরের চৌগাছার কৃষক ও কৃষানীর জমিতে ফসল বৃদ্ধি করার জন্য উদ্বদ্ধকরণ ভ্রমণ করেন।
মঙ্গলবার কৃষি সম্প্রস্রণ অধিদপ্তারের আয়োজনে ২০২১-২২ অর্ত বছরে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষক ও কৃষানীদের নিয়ে মনিরামপুর চিংড়া গ্রামে জৈব কম্পোষ্ট সার তৈরী কারখানা প্ররির্দশন করেন ও জৈব সারের গুনাবলী শেখেন জমিতে উদ্ভিদের খাদ্য গ্রহণকে সহজলভ্যকরে তলে মাটির স্বাস্থ্য বৃদ্ধি করে ও কৃষক ও কৃষানীরা শেখেন ও পরিদর্শন করেন।

কেশবপুরে এক মাঠে প্ররির্দশন কালে বিজ্ঞান সম্মত গোল আলু উৎপাদন বেশি উৎপাদন ও কিভাবে ফলন বৃদ্ধি করতে পারে শেখেন। মেটে আলু অধিক ফলন পেতে পারে তার মাঠে যেয়ে কৃষকেরা প্রশিক্ষণ নেন।

এ সমায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যশোর জেলা অতিরিক্ত উপ-পরিচালক (পি পি ) ডি এই কৃষি সৈামিত্র সরকার,চৌগাছা উপজেলা কৃষি অফিসার সমরেন বিশ্বাস কেশবপুর উপজেলা ভূমি সহকারী কমিশনার আরিফ হোসেন,মনিরামপুর কৃষি অফিসার আবুল হাছান,কৃষি সম্প্রসারণ অফিসার সারমিন সুলতানা,চৌগাছা কৃষি সম্প্রসারণ অফিসার মিজানুর রহমান,চৌগাছা উপজেলা উদ্ভিদ সংরক্ষণ অফিসার শহিদুল ইসলাম চৌগাছা উপ-সহকারী কৃষি অফিসার মোক্তার হোসেন,তাপস কুমার ঘোষ,সাইফুর ইসলাম,তরিকুল ইসলাম,সনজিত বিশ্বাস,রাশেদুল ইসলাম,আমিরুল ইসলাম,নাজমুল ইসলাম,রেহেনা খাতুন,মুসলিমা খাতুন,বিশ্বজিৎ কুমার রায়,চাঁদ আলী,আঃ মামুন,রেহেনা খাতুন,সাইফুল ইসলাম প্রশিক্ষণর্থী কৃষকের মধ্যে তরিকুল ইসলাম,রিজাউল ইসলাম,আবু মুছা,কৃষানী মধ্যে জেসমিন বেগম, রেবেকা খাতুন, রহিমা বেগম প্রমুখ।

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত