Thursday, May 16, 2024

অভয়নগরে চাঁদা না দেয়ায় নবনির্বাচিত ইউপি সদস্য উত্তম খুন

- Advertisement -

চাঁদার টাকা না দেয়ায় যশোর অভয়নগরে নবনির্বাচিত ইউপি সদস্য উত্তম সরকারকে খুন করা হয়েছে। নিউ বিল্পবী কমিউনিস্ট পার্টির আটক ৫জন সদস্যরা পুলিশের কাছে প্রাথমিক স্বীকারোক্তিতে এ তথ্য জানিয়েছেন। এর ফলে উত্তম সরকার খুনের রহস্য উদঘাটন করেছে বলে দাবি করেছে যশোর জেলা গোয়েন্দা সংস্থা (ডিবি)পুলিশ।
হত্যাকান্ডে জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে গ্রেফতার ও হত্যাকান্ডে ব্যবহারিত অস্ত্র গুলি ও বোমা তৈরির সরজাম উদ্ধার করেছে। গ্রেফতারকৃতরা হলো, খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার রুদাঘরা গ্রামের ইসহাক গোলদারের ছেলে ইকরামুল গোলদার (১৯), একই এলাকা দিঘলিয়া গ্রামের চুকনগর গ্রামের শিবপদ মন্ডলের ছেলে প্রশান্ত মন্ডল (৩৮), দিঘলিয়া গ্রামের বিষ্ণুপদ বিশ্বাসের ছেলে বিজয় কুমার মন্ডল ওরফে বিনোদ (৪২) যশোর অভয়নগর ভদ্দরী বিশ্বাস সুন্দলি পূর্বপাড়ার নিতাই বিশ্বাসের ছেলে প্রজিং বিশ্বাস ওরফে বুলেট (২৪), ও মণিরামপুর উপজেলার সুজাতপুর গ্রামের পরিতোষ বিশ্বাসের ছেলে পল্লব বিশ্বাস ওরফে সুদিত্ত (২৪)। রোববার (১৬ জানুয়ারি) সকালে যশোর ডিবি অফিসে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়েছে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয়, গত ১০ জানুয়ারি অভয়নগরে নবনির্বাচিত মেম্বর উত্তম সরকার খুন হয়। এঘটনায় অভয়নগর থানায় মামলা হলে মামলার তদন্তভার গ্রহণ করে জেলা গোয়েন্দা সংস্থা (ডিবি) পুলিশ।
প্রযুক্তি ব্যবহার করে হত্যাকান্ডে জড়িত থাকার অভিযোগে পাচঁজনকে গ্রেফতার করা হয় বিভিন্ন জায়গা থেকে। এসময় তাদের কাছ থেকে হত্যাকান্ডে ব্যবহারিত উদ্ধার করা হয় একটি ওয়ান শার্টারগান, তিন রাউন্ড গুলি, দুটি গুলির খোসা, ছয় রাউন্ড কার্তুজ, একটি লোহার রড, একটি ককটেল, ১০ গ্রাম গান পাউডার, ৫০ গ্রাম তার কাটা, শপিং ব্যাগ একটি, পাঁচটি মোবাইল ফোন, দুটি মোটরসাইকেল ও একটি ইয়ারগান। হত্যাকারীরা নিউ বিল্পবী কমিউনিস্ট পার্টির সক্রিয় সদস্য। এরা সদ্য নাম ব্যবহার করে দক্ষিণ পশ্চিমাঞ্চালে চাঁদাবাজি করে।
নবনির্বাচিত ইউপি সদস্য উত্তম সরকারের কাছে চাঁদা চেয়ে ছিলো। তাদের চাঁদা না দেয়ায় উত্তম সরকারকে হত্যা করা হয়।

রাতদিন সংবাদ

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত