Saturday, May 18, 2024

বিকাশ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২, আবেদন করুন এখনই

- Advertisement -

মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান বিকাশ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের কোয়ালিটি অ্যাসুরেন্স বিভাগে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে বিনামূল্যে আবেদন করতে পারবেন।

বিকাশ লিমিটেড সবসময় আধুনিক, টেক দুনিয়া সম্পর্কে জানাশোনা এমন কর্মী খুঁজে। প্রতিষ্ঠানটি বাংলাদেশে মোবাইল ব্যাংকিংকে মানুষের নাগালের মধ্যে নিয়ে এসেছে। প্রতিষ্ঠানটির অফিসিয়াল ওয়েব সাইটে প্রবেশ করে যে কেউ বিকাশ হেল্পলাইন ব্যবহার করতে পারবেন। বিকাশ অ্যাপ ডাউনলোড করতে পাবেন। কার্যতই টেকনিক্যালি সাউন্ড কর্মীদের বিকাশে চাকরির সুযোগ রয়েছে।

প্রতিষ্ঠানটির গ্রাহক সংখ্যা বাড়ায়, কার্যপরিধি বেড়েছে। ফলে নিয়মিত বিকাশ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে। বেতন কাঠামো, কর্মীর সুযোগ সুবিধা প্রদানের ক্ষেত্রেও বিকাশ লিমিটেড এর সুনাম রয়েছে। এরই ধারাবাহিকতায় সম্প্রতি প্রতিষ্ঠানটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

পদের নাম : ইঞ্জিনিয়ার, কোয়ালিটি অ্যাসুরেন্স। পদের সংখ্যা : ৪টি। আবেদন যোগ্যতা : বিএসসি, সিএসসি, সিএসই, আইসিটি, আইসিই,ইটিই বিষয়ে স্নাতক পাস। সঙ্গে চার থেকে আট বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

আইটি সার্ভিস, টেলিকমিউনিকেশন, ইনভেস্টমেন্ট/মার্চেন্টব্যাংকিং, সফটওয়্যার কোম্পানি, কিউএ মেথলোজিস, লাইভসাইকেল অ্যান্ড টুলস সম্পর্কে সম্যক ধারণা থাকতে হবে। এছাড়াও বিভিন্ন প্রগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে জানাশোনা থাকতে হবে।

আবেদন যেভাবে : আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করতে ক্লিক করুন এখানে। তবে আবেদন করলেই হবে না, সঙ্গে যুতসই সিভি জাম দিতে হবে। মনে রাখতে হবে, একটি সুন্দর ও ভালো মানের সিভি চাকরির বাজারে আপনাকে অনেক এগিয়ে রাখবে। কথায় আছে, আগে দর্শনধারী পরে গুণ বিচারি। অর্থাৎ বাহ্যিক সৌন্দর্য দ্বারাই মানুষ প্রথম আকৃষ্ট হয়। চাকরি প্রার্থীর সিভি বা জীবনবৃত্তান্তের ক্ষেত্রেও বিষয়টি প্রযোজ্য। যুতসই উপস্থাপন আর তথ্যবহুল সিভির কদর সর্বত্রই পাওয়া যায়। বিশেষ করে নিয়োগদাতাদের নজর কাড়তে ভালো সিভির জুড়ি মেলা ভার।

বেতন ও সুযোগ সুবিধা : বেতন আলোচনা সাপেক্ষে। কোম্পানির নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধা প্রদান করা হবে।

আবেদনের শেষ তারিখ : ২৩ জানুয়ারি, ২০২২

অনলাইন ডেস্ক

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত