Thursday, May 16, 2024

অভয়নগরে ৪৬ বিএনপি নেতাকর্মীর নামে মামলা আটক ১০

- Advertisement -

অভয়নগর ( যশোর ) প্রতিনিধিঃ যশোরের অভয়নগরে আত্মঘাতী কাজের মাধ্যমে রাষ্ট্রীয় সম্পদের ক্ষতিসাধনের চেষ্টার অভিযোগে বিএনপি ও অঙ্গসংগঠনের ১০ নেতাকর্মীকে আটক ও পলাতক ৩৬ জনকে আসমী করে অভয়নগর থানায় মামলা দায়ের করেছেন পুলিশের উপ-পরিদর্শক বনি-আমিন।

আটক আসামীরা হলেন, নওয়াপাড়া গুয়াখোলা গ্রামের কামরুজ্জামাওে পুত্র নওয়াপাড়া পৌর বিএপির যুগ্ম-আহবায়ক আসাদুজ্জামান জনি(৩৮), রাজঘাট এলাকার মো, জাকির হোসেনের পুত্র পৌর যুবদলের যুগ্ম-আহবায়ক মো.আকরাম হোসেন কুরাইশী(৩৬), কোটা গ্রামের ওমর আলীর পুত্র থানা যুবদলের যুগ্ম-আহবায়ক আনিসুর রহমান (৩৫), বনগ্রামের বেনজীর আহম্মেমের পুত্র থানা যুবদলের যুগ্ম-আহবায়ক মাসুদ পরিভেজ সাথী(৩৮), বাগদা গ্রামে সাকাওয়াত সরদারের পুত্র যশোর জেলা ছাত্রদলের যুগ্ম-সাধারন সম্পাদক মো. সাদ্দাম হোসেন (৩২), পাইকপাড়া এলাকার আব্দুর রশিদ শেখের পুত্র থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক মাহাফুজুর রহমান ইউসুফ(২৯), পায়রা গ্রামের ফজলুল হকের পুত্র থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক তানভির আহম্মেদ(২৫), বাগদা এলাকার আতিয়ার রহমান বিশ^াসের পুত্র জেলা ছাত্রদলের সদস্য মামুন বিশ্বাস (৩০), চলিশিয়া গ্রামের ইনতাজ আলীর পুত্র শহিদুল ইসলাম(২৫), বাগুটিয়া গ্রামের সরোয়ার শেখের পুত্র ইকবাল শেখ(৩৫)।

মামলা সূত্রে জানা যায়, গত ১ জানুয়ারী (শরিবার) ৮,৩৫টায়(রাত) উপজেলার একতারপুর তালতলাহাট চাঁর রাস্তার মোড়ে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির লক্ষ্যে সড়কপথ, রেলপথ ও বিভিন্ন কলকারখানা সহ রাষ্ট্রিয় সম্পদ ক্ষতিসাধন ও সরকারের ভাবমুর্তি নষ্ট করার উদ্দ্যেশে এক থেকে দেড়শত বিএনপির নেতাকর্মী দেশীয় অস্ত্র লাঠিসোটা, লোহার রড সহ ইটপাটকেল নিয়ে রাষ্ট্রোবিরোধী শ্লোগান দিয়ে রাষ্ট্রিয় সম্পদের ক্ষতি চেষ্টাকালে অভয়নগর থানার এস আই বনি-আমিন, আকরাম হোসেন, ইসরাফিল আহম্মেদ শামীম, রিয়াজ হোসেন, জয়ন্ত সরকার, শাহ্ আলম, মনিরুল ইসলাম, মনিরুজামান, এ এস আই আব্দুল হামিদ, সিলন আলী সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ঘটনা স্থল থেকে উপরক্ত ধৃত আসামী সহ মোট ৪৬ জন কে এজাহারী ও অজ্ঞাত ৭০/৮০ জনকে আসামী করে এ মামলা দায়ের করেন। যাহার মামলা নং-১/১।

এবিষয়ে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম শামীম হাসান বলেন, গ্রেপ্তার কৃত আসামীদের আজ রবিবার (২ জানুয়ারী) যশোর আদালতে সোর্পদ করা হয়েছে। বাকি আসামীদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত আছে।

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত