Saturday, May 18, 2024

যশোর ব্রাক ব্যাংকের কর্মকর্তার বিরুদ্ধে আদালতে মামলা

যশোর ব্রাক ব্যাংকের কর্মকর্তা ফরহাদ্জ্জুামানের বিরুদ্ধে প্রতারনা ও চাঁদাবাজির অভিযোগে আদালতে আরও একটি মামলা হয়েছে। আসামি ফরহাদুজ্জামান ব্রাক ব্যাংক যশোর শাখার রিলেশনশিপ লোন অফিসার। মঙ্গলবার শহরের কাঠেরপুল উত্তর অংশের বাসিন্দা মৃত আব্দুল মজিদের ছেলে তানভীর আলম পাপ্পু বাদী হয়ে এ মামলা করেছেন।
সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্র্টে আদালতের বিচারক অভিযোগে তদন্ত করে পিবিআইকে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন। গত ২৬ ডিসেম্বর প্রতারনা ও জালিয়াতি অভিযোগে ফরহাদুজ্জামানের বিরুদ্ধে আরও একটি মামলা হয়েছিল।
মামলার অভিযোগে জানা গেছে, আসামি ফরহাদুজ্জামান বিভিন্ন সুযোগের কথা বলে ব্রাক ব্যাংক থেকে সাত লাখ টাকা লোন করিয়ে দেন তানভীর আহম্মেদ পাপ্পুকে। ব্যাংকের শর্ত অনুযায়ী লোনের কিস্তি পরিশোধ করে আসছেন তিনি। করোনাকালিন সময়ে লোনের কিস্তির টাকা পরিশোধে কিছুটা গড়মিল হয়।
এরমধ্যে তানভীরের পিতা মারা যাওয়ায় বোনের জাতীয় পরিচয় পত্র ব্যাংকে জমা দেয়া হয় নমিনী হিসেবে। এ ব্যাংকের অফিসার ফরহাদুজ্জামান এক লাখ টাকা চাঁদা দাবি করেন তানভীরের কাছে। চাঁদার টাকা না দিলে বোনসহ তার নামে মামলা দিয়ে জেল খাটানোর হুমকি দেন তিনি।
এরপর কিস্তির মেয়াদ শেষ হওয়ার আগে টাকা পরিশোধের জন্য ফরহাদুজ্জামান চাপ দিতে থাকেন । তিনি ওই ব্যাংক কর্মকর্তার হুমকির ভয়ে গত ২৩ ডিসেম্বর ৫০ হাজার টাকা চাঁদা দেন। চাঁদার টাকা ব্যাংক থেকে তিনি তুলে নিয়েছেন। বাকি টাকার জন্য অব্যহত হুমকির কারনে তিনি আদালতে এ মামলা করেছেন।
রাতদিন সংবাদ
- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত