Saturday, May 18, 2024

যশোর প্রধান ডাকঘরে ভূমিসেবা কর্নারের উদ্বোধন

- Advertisement -

যশোর প্রধান ডাকঘরে ভূমিসেবা কর্নারের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় এ কর্নারের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তুষার কুমার পাল।শুভেচ্ছা বক্তৃতা করেন যশোর ডাকবিভাগের ডেপুটি পোস্ট মাস্টার জেনারেল মিরাজুল হক। এ সময় বক্তারা বলেন, গ্রাহকের ভোগান্তি আর হয়রানি বন্ধে বেশ আগেই অনলাইনে ভূমিসেবা চালু হয়। কোনো ঝামেলা ছাড়াই ঘরে বসে মিলছে জমির পর্চা। ফলে, বন্ধ হয়েছে দালালদের দৌরাত্ম্য। এর আগে জেলা রেকর্ড রুম থেকে কিছু পর্চা ডাকযোগে পাঠানো হলেও সেবার মান বৃদ্ধিতে সম্প্রতি বিশেষ খামে পাঠানো শুরু হয়েছে। এতে জনগণের হয়রানি বন্ধের পাশাপাশি কমছে সময় ও অর্থের অপচয়।অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন পোস্ট মাস্টার আতিকারুল ইসলাম, ডাক জীবন বিমার এজিএম (ফিল্ড) আব্দুল বাকী, পরিদর্শক (শহর) শহিদুল ইসলাম, ফোকাল পয়েন্ট কর্মকর্তা পবিত্র বিশ্বাস, পার্সেজ অফিসার আব্দুর রহমান, বাংলাদেশ উদ্যোক্তা ফোরাম যশোর শাখার সভাপতি শাহীন রেজা, সাধারণ সম্পাদক সুকান্ত পাল, যুগ্ম সম্পাদক আবু নাহিদ মণিরামপুরের মাসনা ডিজিটাল পোস্ট অফিসের উদ্যোক্তা মোর্তজা ইলিয়াজ।

রাতদিন সংবাদ

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত