Thursday, May 16, 2024

আচরণবিধি লংঘন করে খাবার বিতরণ করায় জরিমানা

- Advertisement -

কেশবপুর,প্রতিনিধিঃ যশোরের কেশবপুরে ইউপি নির্বাচনে আচরণবিধি লংঘন করে খাদ্য বিতরণ করার অপরাধে ভ্রাম্যমাণ আদালত সাত হাজার টাকা জরিমানা করেছেন। রান্না করা ১০ হাড়ি খিচুড়ি জব্দ করে দেয়া হয়েছে স্থানীয় এতিমখানায়। বুধবার বিকেলে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুজ্জামান।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, উপজেলার সাগরদাঁড়ি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চশমা প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী কাজী মুস্তাফিজুল ইসলাম মুক্ত’র নির্বাচনী কার্যালয় উদ্বোধন উপলক্ষে রঘুরামপুর এলাকায় কর্মী-সমর্থকদের জন্য খিচুড়ি রান্না করা হয়। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফুজ্জামান ঘটনাস্থলে হাজির হন।

এ সময় তিনি ইউপি নির্বাচনে আচরণবিধি লংঘন করে খাদ্য বিতরণ করার অপরাধে ওই প্রার্থীর কর্মী উপজেলার সাগরদাঁড়ি ইউনিয়নের রঘুরামপুর গ্রামের রফিকুল ইসলামকে ভ্রাম্যমাণ আদালতে সাত হাজার টাকা জরিমানা করেন।

এছাড়া, রান্না করা ১০ হাড়ি খিচুড়ি জব্দ করে স্থানীয় কয়েকটি এতিমখানায় ও শিশুদের মধ্যে বিলি করে দেয়া হয়।

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত