Thursday, May 16, 2024

কেশবপুর উপজেলার ১১টি ইউপিতে ৪৭জন চেয়ারম্যান প্রার্থী প্রতিক বরাদ্ধ

- Advertisement -

মোঃ জাকির হোসেন,কেশবপুরঃ পঞ্চম ধাপে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে যশোরের কেশবপুর উপজেলায় চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৭জন। ২০ডিসেম্বর সন্ধ্যায় নির্বাচন অফিস মোঃ বজলুর রশিদ তথ্যটি জানান।

নির্বাচন অফিস সূত্র থেকে জানা গেছে, কেশবপুর উপজেলার ১১টি ইউনিয়নে ১১জন নৌকার, ইসলামী আন্দোলন বাংরাদেশ (হাতপাকা) ০৮জন সহ স্বতন্ত্র ২৮ জনের মাঝে প্রতিক দেওয়া হয়েছে।

তারা হলেন ১নং ত্রিমোহনী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী প্রতিক – শেখ অহিদুজ্জামান (নৌকা),স্বতন্ত্র আনিছুর রহমান (আনারস), আব্বাস আলী (ঘোড়া),শেখ কবির হোসেন (চশমা),জাহাঙ্গীর আলম (মোটরসাইকেল)।

২নং সাগরদাঁড়ি চেয়ারম্যান প্রার্থী প্রতিক অলিয়ার রহমান (নৌকা), ইসমাইল হোসেন (হাতপাকা), স্বতন্ত্র কাজী মোস্তাফিজুর রহমান মুক্ত (চশমা), শাহাদাৎ হোসেন (আনারস), আকরাম খান (মোটরসাইকেল), আমানত আলী (ঘোড়া)।

৩নং মজিদপুর চেয়ারম্যান প্রার্থী প্রতিক মনোজ কুমার তরফদার (নৌকা), আব্দুল লতিফ (হাতপাকা), স্বতন্ত্র হুমায়ুন কবির পলাশ (আনারস)।

৪নং বিদ্যানন্দকাটি চেয়ারম্যান প্রার্থী প্রতিক মাষ্টার শামসুর রহমান (নৌকা), হজরত আলী (হাতপাকা), স্বতন্ত্র আমজাদ হোসেন (আনারস), কে এম খলিলুর রহমান (মোটরসাইকেল)।

৫নং মঙ্গলকোট চেয়ারম্যান প্রার্থী প্রতিক আব্দুল কাদের বিশ্বাস (নৌকা), মিজানুর রহমান (হাতপাকা),স্বতন্ত্র মনোয়ার হোসেন (আনারস), এস এম কামরুজ্জামান লিটন (মোটরসাইকের)।

৬নং সদর কেশবপুর চেয়ারম্যান প্রার্থী প্রতিক গৌতম রায় (নৌকা), আনিচুর রহমাম (হাতপাকা), স্বতন্ত্র আলাউদ্দীন আলা (মোটরসাইকেল), জাহাঙ্গীর আলম (চশমা), আইয়ুব আলী (আনারস)।

৭নং পাঁজিয়া চেয়ারম্যান প্রার্থী প্রতিক জসীম উদ্দিন (নৌকা), আব্দুল হামিদ (হাতপাকা), সতন্ত্র মকবুল হোসেন মুকুল (আনারস), মিহির কুমার বস (চাশমা)।

৮নং সুভলাকাটি চেয়ারম্যান প্রার্থী প্রতিক গোলাম কিবরিয়া মনি (নৌকা), আব্দুল আহাদ (হাতপাকা), স্বতন্ত্র এস এম মনজুর ইসলাম (চশমা), মহির উদ্দিন (আনারস)।

৯নং গৌরিঘোনা চেয়ারম্যান প্রার্থী প্রতিক এস এম হাবিবুর রহমান (নৌকা), স্বতন্ত্র মাসুদুর রহমান (চশমা), শেখ রুবল হাসনাত পাশা (মোটরসাইকেল), এস এম আলিমুজ্জামান রানা (আনারস)।

১০নং সাতবাড়ীয়া চেয়ারম্যান প্রার্থী প্রতিক মোছাঃ শাসছুন্নাহার (নৌকা), সাইফুল ইসলাম (হাতপাকা), স্বতন্ত্র গোলাম মোস্তফা বাবু (চশমা), রেজাউল ইসলাম (মোটরসাইকেল), উত্তম কুমার ঘোষ (আনারস)।

১১নং হাসানপুর চেয়ারম্যান প্রার্থী প্রতিক তৌহিদুজ্জামান (নৌকা), আব্দুল গফ্ফার মোড়ল(হাতপাকা), স্বতন্ত্র মাহাবুবর রহমান মল্লিক (আনারস), আলমগীর হোসেন (মোটরসাইকেল)।

উল্লেখ্য, আগামী ৫জানুয়ারী কেশবপুর উপজেলার ১১ ইউনিয়নের ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।

 

 

 

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত