Friday, May 3, 2024

শৈলকুপায় নির্বাচনী সহিংসতায় আহত ৩০, আটক ৩৫

- Advertisement -

ঝিনাইদহ প্রতিনিধি:ঝিনাইদহের শৈলকুপায় ৫ম ধাপে নির্বাচনে সারুটিয়া ইউনিয়নে স্বতন্ত্র ও নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মাঝে হামলা পাল্টা হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। এসময় ৭টি মোটরসাইকেলে আগুন, পাল্টা একটি বাড়িতে আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়াসহ ৩০ বাড়িঘর ভাংচুর করা হয়েছে। এ ঘটনায় উভয়ে পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। আটক করা হয়েছে ৩৫ জনকে।

স্থানীয়রা জানায়, শুক্রবার রাত ৮টার দিকে সারুটিয়া ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী জুলফিকার কায়সার টিপুর সমর্থকরা নির্বাচনী প্রচারণা শেষে কাতলাগাড়ী বাজারে ফিরছিল। পথিমধ্যে কৃত্তিনগর গ্রামে পৌঁছালে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মাহমুদুল ইসলাম মামুনের সমর্থকরা তাদের উপর হামলা চালায়। এসময় তারা ৭টি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। ওই সময় আহত হয় অন্তত ৫ জন।ঘটনার প্রতিবাদে পাল্টা টিপুর সমর্থকরা ওই ইউনিয়নের ভুলুনদিয়া, কৃষ্ণনগর, পুরাতন বাখরবা, ছোটমৌকুড়ি গ্রামে নৌকা প্রতীকের সমর্থকদের ১টি বাড়ি পুড়িয়ে দেওয়াসহ ৩০টি বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর হয়েছে। এতে উভয় কমপক্ষে ৩০ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও কুষ্টিয়া হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।এ ব্যাপারে শৈলকূপা থানার অফিসার ইনচার্জ(ওসি) রফিকুল ইসলাম জানান, এ পর্যন্ত ৩৫ জনকে আটক করা হয়েছে এবং অভিযান চলছে। ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে। এলাকার পরিস্থিতি বর্তমানে শান্ত আছে।

 

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত