Friday, May 17, 2024

কেশবপুরে ঝরে পড়া শিক্ষার্থীদের ফেরাতে উপানুষ্ঠানিক শিক্ষার কার্যক্রম শুরু

 কেশবপুর প্রতিনিধিঃ আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রামের আওতায় ঝরে পড়া ও বিদ্যালয়ে না যাওয়া শিক্ষার্থীদের নিয়ে কেশবপুরে চালু হয়েছে উপানুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয়।
যশোরের দিশা সমাজ কল্যাণ সংস্থার বাস্তবায়নে উপজেলার ৭০টি উপানুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয়ে এসব শিক্ষার্থীদেরকে পড়ানোর কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। ১৫ডিসেম্বর বিকেলে উপজেলার মজিদপুর এলাকার উপানুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয়ের শিখন কেন্দ্রের উদ্বোধন করেন দিশা সমাজ কল্যাণ সংস্থার কেশবপুরের প্রোগ্রাম ম্যানেজার এহসানুল ইসলাম রিপন।
এ সময় উপস্থিত ছিলেন, সংস্থার সুপারভাইজার আক্তারুজ্জামান, মামুনার রশীদ, লিপিয়া খাতুন, মোখলেছুর রহমান, আব্দুস সাত্তার, শিক্ষিকা ফারজানা মনি প্রমুখ। সংস্থার প্রোগ্রাম ম্যানেজার এহসানুল ইসলাম রিপন সাংবাদিকদের বলেন উপজেলার ৭০টি উপানুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয়ে ঝরে পড়া ও বিদ্যালয়ে না যাওয়া ১৪ বছর বয়সী পর্যন্ত ৩০ জন করে শিক্ষার্থীকে নিয়ে মঙ্গলবার থেকে পাঠদান শুরু হয়েছে।
- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত