Saturday, May 18, 2024

স্বামীর নির্যাতনে পাগল মিমি

- Advertisement -

যশোরে স্বামীর অত্যাচারে মিমি খাতুন (২৭) নামে স্বামীর নির্যাতনে পাগল অবস্থায় এসে পৌছেছে। তার মরিয়ম নামের এক বছরের একটি ছোট্ট মেয়ে রয়েছে। সে যশোর সদরের এনায়েতপুর এলাকার সফিয়ার রহমানের মেয়ে। হাসপাতালে চিকিৎসা নিতে এসেছে। মায়ের অভিযোগ দীর্ঘ দিন ধরে নির্যাতনের ফলে এমন হয়েছে।

মা সোনিয়া বেগম বলেন, তিন বছর আগে মেয়ের বিয়ে দিয়েছি। বিয়ের পর সংসারের সকল জিনিসপত্রসহ নগদ এক লাখ টাকা দিয়েছি। এরপর তাদের সংসার ভালোই চলছিলো। বছর পার হলে শুরু হয় ঝামেলা। প্রায় সময় মেয়ে বলতো স্বামী তাকে মারধর করেছে। মানসম্মানের ভয়ে কিছু করা যায়নি। পরে মেয়ে গর্ভবতী হলে কিছুদিন ভালো ছিলো। তাদের এখন এক বছরের একটি বাচ্চা রয়েছে। আবারো জামাই আগের মতো ঝামেলা শুরু করেছে। ছোট খাটো বিষয়ে মিমিকে মারধর করে। আবার অনেক সময় কোনো কারন ছাড়াই মারধর করে। এখন আমার মেয়ে পাগলের মতো ব্যবহার করছে। আমরা এর বিচার চাই। তবে মানসম্মানের ভয়ে মামলা করতে পারছি না।

অভিযুক্ত আলমগীর বাপ্পী। তিনি সাতক্ষিরা সদর উপজেলার বৈকারি গ্রামের বাসিন্দা। এছাড়া উপজেলার কেড়াগাছি দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। তার সাথে কথা বলতে চাইলে তিনি হাসপাতাল থেকে পালিয়ে যান। পরে তার সাথে আর যোগাযোগ করা সম্ভব হয়নি।

রাতদিন সংবাদ

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত