Monday, May 20, 2024

চৌগাছার জগদীশপুরে পুলিশ-জনতার সংঘর্ষ, পুলিশের টিয়ারগ্যাস ও গুলিবর্ষণ

- Advertisement -

চৌগাছার জগদীশপুর ইউনিয়নের মাড়ুয়া কেন্দ্র  পুলিশের সাথে সাধারণ মানুষের ব্যাপক সংঘর্ষে কেন্দ্রে ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়। প্রায় আধাঘণ্টা ধরে এই সংঘর্ষ চলে। বন্ধ হয়ে যায় ভোট গ্রহণ।বেলা সোয়া ১১টার দিকে হঠাৎ অশান্ত হয়ে ওঠে কেন্দ্রটি।জনতা কেন্দ্রের পাশের রাস্তা এবং আশপাশের বাগান থেকে সংগঠিত হয়ে পুলিশের ওপর ইট নিক্ষেপ করতে থাকে।  এসময় পুলিশ ৫ রাউন্ড টিয়ারগ্যাস এবং দুই রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করে। সংঘর্ষে পাঁচ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। জনতার ইটে পুলিশের গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। দৌঁড়াতে গিয়ে বেশ কয়েকজন সাধারণ মানুষ আহত হন। পুলিশ ঘটনাস্থল থেকে দুই জনকে আটক করেছে।
প্রায় আধাঘণ্টা পর চৌগাছার সহকারী কমিশনার ভূমির নেতৃত্বে পুলিশ, বিজিবি এবং র‌্যাবের একাধিক টিম ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় নৌকার চেয়ারম্যান প্রার্থী তবিবর রহমান খানও ঘটনাস্থলে আসেন। তিনি অভিযোগ করেন পুলিশের মারমুখি আচরণের কারণে জনতা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। দুপুর সোয়া ১২টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত মাড়ুয়া কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত রয়েছে।

বিশেষ প্রতিনিধি

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত