Saturday, May 18, 2024

ভারতের পেট্রাপোলে আগুনে পুড়লো ১০ ট্রাক আমদানি পণ্য (ভিডিও সহ)

স্টাফ রিপোর্টার, বেনাপোলঃবেনাপোল বন্দরের বিপরীতে ভারতের পেট্রাপোল বন্দর এলাকার বেসরকারী একটি পাকিংয়ে তুলাসহ বিভিন্ন আমদানি পণ্য নিয়ে দাড়িয়ে থাকা ১০টি ট্রাক আগুনে পুড়ে মালামাল ক্ষতিগ্রস্থ্য

- Advertisement -

হয়েছে। তবে কি কারনে আগুন লেগেছে এবং ক্ষয়ক্ষতির পরিমান এখন পর্যন্ত জানা যায়নি।

রোববার দিবাগত রাত ২ টায় পেট্রাপোল বন্দরের জয়ন্তিপুর লক্ষী পাকিংয়ে এ আগুনের ঘটনা ঘটে।
বেনাপোল আমদানি রফতানির সমিতির সহসভাপতি আমিনুল হক জানান, ভারতের পেট্রাপোল বন্দরে জায়গা সংকটের কারনে এসব ট্রাক বাংলাদেশি ব্যবসায়ীদের আমদানি পণ্য নিয়ে বেসরকারী পাকিংয়ে দাড়িয়ে ছিল। গভীর রাতে সেখানে আগুন লাগে। তবে এসব পাকিংয়ে অগ্নি নির্বাপন ব্যবস্থা না থাকায় আমদানি পন্যসহ ট্রাক পুড়ে যায়। এতে বাংলাদেশি আমদানি কারকেরা সবচেয়ে বেশি ধরনের লোকশানের মুখে পড়েছে।
বেনাপোল সিঅ্যান্ডএফ স্টাফ এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান জানান, ভারতের পেট্রাপোল ট্রাক টার্মিনালে পর্যাপ্ত জায়গা না থাকায় আশপাশ এলাকায় বেসরকারী পাকিংয়ে আমদানি পণ্য নিয়ে ট্রাক প্রবেশের অপেক্ষায় দাড়িয়ে থাকে। সেখানে অগ্নি নির্ভাপনের কোন ব্যবস্থা নাই। তাই আগুন লেগে সাথে সাথে ট্রাকসহ আমদানি পণ্য পুড়ে ছায় হয়। বন্দরের নিজস্ব পাকিংয়ে থাকলো হয়তো এ দূর্ঘটনা বা এত পরিমানে ক্ষতি হতোনা।
বেনাপোল বন্দরের উপপরিচালক(ট্রাফিক) মামুন কবীর তরফদার বলেন, বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় ভারত অংশে একটি পাকিংয়ে দাড়িয়ে থাকা ১০টি তুলার ট্রাকে আগুন লেগে পুড়ে যাওয়ার কথা জানতে পেরেছি। বিষয়টি খোজ খবর নেওয়া হচ্ছে।
- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত