Thursday, May 16, 2024

মার্টিনেজকে ‘বিশ্বের অন্যতম সেরা’ বললেন মেসি

- Advertisement -

লিওনেল মেসি গোল করেছেন, গোল গড়ে দিয়েছেন। তবে মেসির গোলের আগ পর্যন্ত উরুগুয়ের বিপক্ষে আর্জেন্টিনার সময়টা ভালো কাটেনি মোটেও। উরুগুয়ে আক্রমণে ব্যতিব্যস্ত ছিল দল। তবে এমিলিয়ানো মার্টিনেজ ছিলেন বলে রক্ষা। তাই ম্যাচের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তাকে প্রশংসায় ভাসালেন আর্জেন্টাইন অধিনায়ক।

আর্জেন্টিনায় যেন মেসির মধুচন্দ্রিমাই কাটছে রীতিমতো। যাদের কাছে খলনায়ক ছিলেন, যারা তার কুশপুত্তলিকা পুড়িয়েছে এক সময়, সেই তারাই এখন তাকে বসিয়েছে মহারাজার মসনদে। আর্জেন্টিনার মাটিতে সবশেষ ম্যাচে বলিভিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন। তাতে দেশের মাটিতে কোপা আমেরিকার শিরোপা নিয়ে উৎসবটাও পায় বাড়তি রঙ।

এরপর ফেসবুকেও লিখলেন, ‘আমরা যে দারুণ মুহূর্ত উপভোগ করছি, তা কি অসাধারণ! দারুণ এক জয়। আমাকে একটু খুশি এনে দেওয়ার জন্য তোমাদের ধন্যবাদ। বৃহস্পতিবার দেখা হবে।’

তবে ম্যাচটা মেসির জন্য অতো আনন্দ নাও নিয়ে আসতে পারত। শুরুতে যে উরুগুয়ে দারুণ সব আক্রমণই করেছিল। আর্জেন্টিনাকে বিপদের হাত থেকে রক্ষা করেছেন এমিলিয়ানো মার্টিনেজ। মেসি প্রশংসায় ভাসিয়েছেন তাকেও। বললেন, ‘দিবু (মার্টিনেজ) দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তার কাছে যখনই আক্রমণ আসে, সে জবাব দেয়। সত্যটা হচ্ছে, সে গোলমুখে নিজেকে প্রতিষ্ঠিত করে ফেলেছে, কোপা আমেরিকা থেকেই। কোনো সন্দেহ নেই, আমাদের দলে বিশ্বের অন্যতম সেরা গোলরক্ষক আছে, এর সুবিধাটা আদায় করছি আমরা।’

অনলাইন ডেস্ক

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত