Sunday, May 19, 2024

স্ত্রীকে পাচারের অভিযোগে স্বামীর মামলা

- Advertisement -

যশোরে স্ত্রীকে অপহরণ করে ভারতে পাচার, খুন ও গুম করার অভিযোগে আদালতে মামলা হয়েছে। অভয়নগর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের মাহবুব রহমান বাদী হয়ে সাতজনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয়ের আরও চার-পাঁচজনের বিরুদ্ধে রোববার আদালতে মামলা করেছেন।  অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মারুফ আহমেদ মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিল করাসহ অপহৃত শারমিন খাতুনকে উদ্ধারের চেষ্টা চালানোর জন্যে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)কে নির্দেশ দিয়েছেন। আসামিরা হলেন,  যশোর সদর উপজেলার বসুন্দিয়া স্কুল সংলগ্ন ইলিয়াস হোসেন ও তার স্ত্রী মর্জিনা বেগম, অভয়নগর উপজেলার চেঙ্গুটিয়া-বালিয়াডাঙ্গা গ্রামের ইদ্রিস আলী মোল্লা, তার স্ত্রী রোকেয়া বেগম, ছেলে এনামুল হোসেন, রশিদ মোল্লার স্ত্রী রবেজান বেগম এবং গোপালগঞ্জ সদর উপজেলার মাঠলা গ্রামের মৃত মমিন উদ্দিন শেখের ছেলে মজিবর রহমান শেখ। বাদী মাহবুব রহমান যশোরের অভয়নগর উপজেলার চেঙ্গুটিয়া-বালিয়াডাঙ্গা গ্রামের মৃত মতিয়ার রহমানের ছেলে। তিনি স্ত্রী শারমিন খাতুন ও নয় বছর বয়সের ছেলে ইয়ানুরকে নিয়ে যশোর শহরের বকচর হুঁশতলার হিরু মিয়ার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন। এই মামলার আসামি মজিবর রহমান শেখের কুনজর পড়ে বাদীর স্ত্রী শারমিন খাতুনের উপর। বিভিন্ন সময়ে তার ভাড়া বাসার সামনে দিয়ে চলাফেরার করার সময় কুপ্রস্তাব দেয়।  তার কুপ্রস্তাবে রাজি না হওয়ায় অপহরণ, খুন, গুমসহ নানা ধরনের ক্ষতি করার হুমকি দেয় সে। গত ১৬ সেপ্টেম্বর রাত আটটার দিকে ব্যবসায়িক প্রয়োজনে বাদী বাসার বাইরে ছিলেন। তখন আসামিরা তার ঘরের মধ্যে প্রবেশ করে ৪৭ হাজার টাকা লুট করে নেয়। একই সময় অস্ত্রের ভয় দেখিয়ে তার স্ত্রী শারমিন খাতুনকে অপহরণ করে নিয়ে যায় তারা।

রাতদিন সংবাদ

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত