Friday, May 17, 2024

দ্বিতীয় মেয়াদে নির্বাচিত নওয়াপাড়া পৌরসভার মেয়র  সংবর্ধিত

- Advertisement -

অভয়নগর (যশোর) প্রতিনিধিঃ যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভায় দ্বিতীয় মেয়াদে নির্বাচিত পৌর মেয়র, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক সুশান্ত কমার দাস শান্ত সংবর্ধিত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে নওয়াপাড়া ইনস্টিটিউট অডিটোরিয়মে উপজেলা আওয়ামীলীগ, পৌর আওয়্মাীলীগ ও সকল অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতা-কর্মীরা বিশাল এ সংবর্ধণার আয়োজন করে। বিকাল ৪টায় সংবর্ধণার মূল আনুষ্ঠানিকতা শুরু হলেও বেলা এগারটা থেকে ইনস্টিটিউট অডিটোরিয়াম ও মাঠে উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব এনামুল হক বাবুলের নেতৃত্বে আয়োজনের প্রস্তুতি চলতে থাকে। দিনভর মাইকে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ভাষণ প্রচার করা হয়। এদিন বেলা তিনটা বাজতেই পৌর সভার বিভিন্ন প্রান্ত থেকে নেতা-কর্মীদের খন্ড খন্ড মিছিল যশোর-খুলনা মহাসড়ক হয়ে নওয়াপাড়া ইনস্টিটিউট মাঠে প্রবেশ করতে শুরু করে। সহ¯্র নেতাকর্মী তাদের মুহুর্মহু করতালিতে স্বাগত জানান নব নির্বাচিত পৌর মেয়র সুশান্ত কুমার দাস শান্ত কে। অডিটোরিয়াম উপচে মাঠেও নেতা-কর্মী ঠাঁই নিতে দেখা যায়। এদিন বিকাল চারটায় নওয়াপাড়া ইনস্টিটিউট অডিটোরিয়ামে অভয়নগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক পৌর মেয়র আলহাজ্ব এনামুল হক বাবুলের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সানা আব্দুল মান্নানের সঞ্চালনায় বক্তব্য রাখেন অভয়নগর উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ্ ফরিদ জাহাঙ্গীর, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর চেয়ারম্যান সরদার অলিয়ার রহমান, সংবর্ধিত অতিথি নওয়াপাড়া পৌরসভার দ্বিতীয় মেয়াদে নির্বাচিত পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক সুশান্ত কুমার দাস শান্ত, নওয়াপাড়া পৌর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব রফিকুল ইসলাম সরদার প্রমুখ। এ সময় অভয়নগর উপজেলা, নওয়াপাড়া পৌর আওয়ামীলীগের সকল পর্যায়ের নেতা-কর্মী, দলটির অঙ্গ ও সহযোগি সংগঠনের সকল পর্যায়ের নেতা-কর্মীসহ নব নির্বাচিত পৌর কাউন্সিলররা উপস্থিত ছিলেন। এ সময় অভয়নগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব এনামুল হক বাবুল তার বক্তব্যে বলেন, জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা আওয়ামীলীগের কান্ডারী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন ২০২৩ বাস্তবায়নে অভয়নগর উপজেলা আওয়ামীলীগকে ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। এবং দেশ বিরোধী সকল ষঢ়যন্ত্র ঐক্যবদ্ধভাবে নস্যাত করতে হবে। এসময় তিনি সংবর্ধিত অতিথি ও নবনির্বাচিত পৌর মেয়রকে উদ্দেশ্য করে বলেন, প্রথম শ্রেণির পৌরসভা নওয়াপাড়া পৌরসভাকে উন্নয়নের মডেল পৌরসভা হিসেবে প্রতিষ্ঠার মধ্য দিয়ে শেখ হাসিনার উন্নয়নকে তরান্বিত করতে সকল প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। তিনি দলীয় নেতা-কর্মীকে নির্বাচনকালীন সময়ের মতো সর্বসময় দলীয় কর্মকান্ডে সোচ্চার থাকার আহবান জানান। উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ্ ফরিদ জাহাঙ্গীর তার বক্তব্যে বলেন, ঐক্যবদ্ধ আওয়ামীলীগের কোন বিকল্প নেই। যতবার আওয়ামীলীগ সংঘবদ্ধ হয়েছে ততবারই বিজয় অর্জন করেছে। এ বিজয় নেতাদের নয়; এ বিজয় আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের কর্মীদের। তিনি দেশের কল্যানে আওয়ামীলীগের সকল নেতা-কর্মীকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান। উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সরদার অলিয়ার রহমান মাঠ পর্যায়ে যেসকল নেতা-কর্মী অক্লান্ত পরিশ্রম করে বিজয় ছিনিয়ে এসেছে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি সকল পর্যায়ের মানুষকে সাথে নিয়ে নওয়াপাড়া পৌর এলাকার উন্নয়নকে এগিয়ে নেয়ার আহবান জানান। সংবর্ধণার জবাবে টানা দুইবারের নির্বাচিত পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক সুশান্ত কুমার দাস শান্ত দলের তৃণমূল পর্যায় থেকে শুরু করে শীর্ষ নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ধন্যবাদ জ্ঞাপন করেন। এ সময় তিনি সকলকে সাথে নিয়ে নওয়াপাড়া পৌরসভার উন্নয়নের ধারা অব্যাহত রেখে নওয়াপাড়া পৌরবাসীকে সর্বসময় সেবা দিয়ে যাবেন বলে ঘোষণা দেন। এদিন সকল পৌর কাউন্সিলর ও বিভিন্ন সংগঠন পৌর মেয়রকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন।

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত