Friday, May 17, 2024

চৌগাছার এইচএম ব্রিক্স মালিকের বিরুদ্ধে প্রতারণা মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি

যশোর চৌগাছার এইচএম ব্রিক্সের শেয়ার মালিক গোলাম রসুলের বিরুদ্ধে প্রতারণা মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত। বুধবার ধার্য দিনে আসামি গোলাম রসুল আদালতে হাজির না হওয়ায় অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মারুফ আহমেদ এ আদেশ দিয়েছেন। গোলাম রসুল চৌগাছার চাঁদপাড়া গ্রামের মৃত নুুরুল হকের ছেলে। মামলার অভিযোগে জানা গেছে, চৌগাছার আন্দারকোটা গ্রামের মাহাবুবুর রহমান কমলাপুর মোড়ে বিভিন্ন লোকের জমি লিজ নিয়ে ইট ভাটা তৈরী করেন। আর্থিক অসুবিধার করনে সীমিত সময়ের জন্য ২০১৯-২০ সালে ওয়াকিং শেয়ার হিসেবে আসামি গোলাম রসুলের সাথে চুক্তি বদ্ধ হন। এরপর গোলাম রসুল কিছুদিন ভাটা দেখাশুনা করেন। এরমধ্যে ইট বিক্রির ৬০ লাখ টাকা আত্মসাত করেন। এরপর ইটভাটা দখলের ষড়যন্ত্র করতে থাকে গোলাম রসুল। ২০২০ সালের ১৬ ডিসেম্বর গোলাম রসুলের বিরুদ্ধে থানায় জিডি করা হয়। এতে ক্ষিপ্ত হয়ে গোলাম রসুল ভাটা দখল করে নিজে ভাটা পরিচালনা করতে থাকে। এরপর ইট ভাটায় যেয়ে যাবতীয় হিসাব চাইলে গোলাম রসুল খুন-জখমের হুমকি দিয়ে মাহাবুবুর রহমানকে তাড়িয়ে দেন। নিরুপায় হয়ে ২০২১ সালের ১২ জানুয়ারি মাহাবুবুর রহমান বাদী হয়ে প্রতারণার অভিযোগে গোলাম রসুলকে আসামি করে আদালতে মামলা করেন। আদালতের আদেশে পিবিআইয়ের তদন্তকারী কর্মকর্তা এসআই শরীফ এনামুল হক অভিযোগের সত্যতা পেয়ে আসামি গোলাম রসুলকে অভিযুক্ত করে তদন্ত প্রতিবেদম জমা দেন। আদালতের বিচারক এ তদন্ত প্রতিবেদন গ্রহণ করে আসামির প্রতি সমন জারির আদেশ দেন। বুধবার ধার্য দিনে আাসমি গোলাম রসুল আদালতে হাজির না হওয়ায় বিচারক তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন।
রাতদিন সংবাদ
- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত