Sunday, May 19, 2024

দ্বিতীয় মেয়াদে মেয়র নির্বাচিত হলেন আওয়ামী লীগের শান্ত

অভয়নগর (যশোর) প্রতিনিধিঃ ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে যশোরের নওয়াপাড়া পৌরসভার নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী সুশান্ত কুমার দাস শান্ত। তিনি নৌকা প্রতীকে ২২ হাজার নয়শ’ ১৮ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের এসএম মহসীন আলী হাতপাখায় পেয়েছেন সাত হাজার আটশ’ ২৯ ভোট। এছাড়া, জাতীয়পার্টির আলমগীর ফারাজী লাঙল প্রতীকে সাতশ’ ৩৫ ভোট পেয়েছেন। এছাড়া, পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে তানভীর হোসেন তানু, ২ নম্বর ওয়ার্ডে মোস্তফা কামাল, ৩ নম্বর ওয়ার্ডে তালিম হোসেন, ৪ নম্বর ওয়ার্ডে আবদুস সালাম, ৫ নম্বর ওয়ার্ডে মিজানুর রহমান মোল্লা, ৬ নম্বর ওয়ার্ডে জাহাঙ্গীর হোসেন বিশ্বাস, ৭ নম্বর ওয়ার্ডে রেজাউল ইসলাম ফারাজী, ৮ নম্বর ওয়ার্ডে বিপুল শেখ ও ৯ নম্বর ওয়ার্ডে মিজানুর রহমান নির্বাচিত হয়েছেন। সংরক্ষিত কাউন্সিলর হিসেবে ১ নম্বর ওয়ার্ডে রোকেয়া বেগম, ২ নম্বর ওয়ার্ডে শিরীনা বেগম ও ৩ নম্বর ওয়ার্ডে রাশিদা আক্তার লিপি নির্বাচিত হয়েছেন বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন। সোমবার সকাল থেকে বৃষ্টি শুরু হয়। বৈরী আবহাওয়ার মধ্যে ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে যায়। প্রথমবারের মতো নওয়াপাড়া পৌরসভায় ইভিএমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটাররা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করে। নির্বাচনে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন ছিল। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানান উপজেলা নির্বাহী অফিসার ও নওয়াপাড়া পৌরসভা নির্বাচনের রিটার্নিং অফিসার আমিনুর রহমান জানান।
- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত