Sunday, May 19, 2024

নওয়াপাড়া পৌরসভার নির্বাচন কাল

- Advertisement -

অভয়নগর (যশোর) প্রতিনিধিঃ যশোরের নওয়াপাড়া পৌরসভার নির্বাচন আগামীকাল সোমবার অনুষ্ঠিত হচ্ছে। এবারের নির্বাচনে এই প্রথম ইভিএম পদ্ধতিতে ভোট হবে। অভয়নগর উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, নওয়াপাড়া পৌরসভায় মোট ভোটারের সংখ্যা ৬৩ হাজার ১শ’ ৮৬ জন। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ৩১ হাজার ১শ’৪১ আর মহিলা ৩২ হাজার ৪৫ জন। এবারের নির্বাচনে ৩ জন মেয়র প্রার্থী, তিনটি সংরক্ষিত ওয়ার্ডে ১১জন মহিলা কাউন্সিলর প্রার্থী  এবং নয়টি ওয়ার্ডে সাধারণ ৫৫ জন কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মেয়র প্রার্থীরা হলেন নৌকা প্রতীকের অভয়নগর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুশান্ত কুমার দাস শান্ত,  অভয়নগর থানা সূত্র জানিয়েছে, ৩০টি ভোট কেন্দ্রের মধ্যে ঝুঁকিপূর্ণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে ২৫টি। এর মধ্যে অধিক ঝুঁকিপূর্ণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে ৫টি কেন্দ্র। প্রশাসন ইতোমধ্যে সব ধরণের প্রস্তুতি গ্রহণ করেছে। মহামারি করোনা ভাইরাসের কারণে দুইবার স্থগিত হয় এই নির্বাচন। বর্তমানে করোনার প্রকোপ কমে যাওয়ায় তৃতীয়বারের মতো নির্বাচন কমিশন ধার্যকৃত এ পৌরসভায় ভোট গ্রহণের তারিখ নির্ধারিত হয় ২০ সেপ্টেম্বর। উপজেলা নির্বাচন অফিসার এসএম হাবিবুর রহমান ইভিএম পদ্ধতিতে সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষভাবে ভোট গ্রহণ হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন। অভয়নগর থানার ওসি একেএম শামীম হাসান জানান, শান্তিপূর্ণ পরিবেশে নওয়াপাড়া পৌরসভার নির্বাচন গ্রহণের লক্ষ্যে প্রতিটি ভোটকেন্দ্রে পর্যাপ্ত পরিমাণ আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার ও নওয়াপাড়া পৌরসভা সাধারণ নির্বাচনের রিটার্নিং অফিসার আমিনুর রহমান জানান, নির্বাচনকে সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে গ্রহণের লক্ষ্যে ইতোমধ্যে সব ধরণের প্রস্তুতি  গ্রহণ করা হয়েছে।

 

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত