Thursday, May 16, 2024

হাত-পা ছাড়াই জন্ম নেওয়া সেই লিতুন জিরা  রচনা প্রতিযোগিতায় পুরস্কার লাভ

- Advertisement -

শফিয়ার রহমান, মণিরামপুরঃ হাত-পা ছাড়াই জন্ম নেওয়া মণিরামপুরের সেই লিতুন জিরা রচনা প্রতিযোগিতায় এবার জেলা পর্যায় পুরস্কার লাভ করেছে। লিতুন জিরা মুখ দিয়ে লিখে এ বাজিমাত করেছে। বঙ্গবন্ধুর জন্ম দিবস ও জাতীয় শিশু দিবসের রচনা প্রতিযোগিতায় দ্বিতীয় এবং স্বাধীনতা ও জাতীয় দিবসের রচনা প্রতিযোগিতায় জেলা পর্যায় তৃতীয় স্থানের পুরস্কার লাভ করেছে।লিতুন জিরা মণিরামপুর উপজেলার খানপুর সাতনল গ্রামের প্রভাষক হাবিবুর রহমান এবং জাহানারা বেগমের একমাত্র মেয়ে। এর আগে ২০২০ সালে সাতনল সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে প্রাথমিক সমাপনি পরীক্ষায় অংশ নিয়ে লিতুন জিরা জিপিএ ৫ এবং বৃত্তি লাভ করে। বর্তমানে লিতুন জিরা গোপালপুর স্কুল এন্ড কলেজে ৭ম শ্রেণিতে পড়ছে। প্রখর মেধাবি লিতুন জিরাকে নিয়ে বিভিন্ন সময় দেশ-বিদেশের গণমাধ্যমে সচিত্র প্রতিবেদন ছাপা হয়। বুধবার যশোর জেলা গণগ্রন্থাগারে এক অনুষ্ঠানের মাধ্যমে এ পুরস্কার তুলে দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন যশোর শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান আমিরুল ইসলাম খান, এমএম বিশ্ববিদ্যালয় কলেজের ভূগোল বিভাগের অধ্যাপক (অবসরপ্রাপ্ত) কার্ত্তিক চন্দ্র রায়, গুড়গ্রন্থাগারের কর্মকর্তা মমতাজ বেগম, লিতুন জিরার বাবা প্রভাষক হাবিবুর রহমান ও মা জাহানারা বেগম।

 

 

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত