Tuesday, May 14, 2024

নামজগ্রাম সাদিপুর সংযোগ সড়ক নির্মানে বাধা দেওয়ার অভিযোগ

স্টাফ রিপোর্টার বেনাপোলঃ বেনাপোল পৌরসভার ধারাবাহিক উন্নয়ন এর মধ্যে গুরুত্বপূর্ন একটি কাজ হচ্ছে এলাকার রাস্তাঘাট উন্নয়ন। এই পৌরসভার কোন মানুষ বাড়ি থেকে যেন কাঁদা পায়ে রাস্তায় না যায় তার জন্য সর্বাধিক গুরুত্ব রয়েছে পৌরসভার। ধারাবাহিক রাস্তা ঘাট নির্মান কাজ অব্যাহতর মধ্যে নতুন করে নামাজগ্রাম ও সাদিপুর সংযোগ সড়ক এর জন্য প্রায় ৪শ মিটার রাস্তার কাজ শুরু করেছে পৌর কর্তৃপক্ষ। আর এই সময় মানুষ চলাচলের কাঁচা এই সড়কটি যাতে না হয় তার জন্য বাধা সৃষ্টি করে বাঁশ দিয়ে ঘিরে দেওয়ার অভিযোগ উঠেছে ওই গ্রামের ইদ্রিস হোসেন ও সিদ্দিক মিয়া নামে দুই সহোদর এর বিরুদ্ধে। এতে করে স্কুল কলেজ গামী ছাত্রছাত্রী সহ সাধারন মানুষ চলাচলের বাঁধা পড়েছে। এসব মানুষকে প্রায় ১ কিলোমিটার ঘুরে এসে যাতায়াত করতে হচ্ছে। বেনাপোল পৌর সভার নামাজগ্রামের আলাউদ্দিন মোড়ল বলেন, বৃটিশ এর সময় থেকে এই কাঁচা সড়কটি সকলে ব্যবহার করছে। দুই পাশে যাদের বাড়ি রয়েছে তারা যাতায়াতের জন্য জায়গা ছেড়ে দিয়ে বাড়ি নির্মান করেছে। দীর্ঘ দিন আমাদের দাবি এই সড়কটি পাকা করনের জন্য বেনাপোল পৌরসভার কাছে। এখানে বর্ষা মৌসুমে চলাচল করা যায় না। পানি উঠে যায় রাস্তায়।  কারন পাশে রয়েছে হাকর নদী। এছাড়া এর পাশে রয়েছে একটি কবর স্থান। এই কবর স্থানের পাশ দিয়ে রাস্তাটি গেছে সাদিপুর সংযোগ সড়কে। নামাজ গ্রামের রিজিয়া বেগম এনামুল হক বলেন, গ্রামের মধ্যে এই পথটি দিয়ে  আমার বাপ দাদারাও চলাচল করেছে। এখানে বর্ষা মৌসুমে কাদা জমে থাকে। বেনাপোল পৌর সভা মানুষ চলাচলের অনুপযোগি রাস্তাটি পাকাকরনের পদক্ষেপ নিলে বাধ সাজে সিদ্দিক ও তার ভাই। এ ব্যপারে বিশিষ্ট  সিএন্ড এফ ব্যবসায়ি কামরুজ্জামান বাবলু বলেন, এই রাস্তাটি নির্মান হলে এলাকাবাসির অনেক সুবিধা হবে। স্কুল কলেজ গামি ছেলে মেয়েরা বর্ষা মৌসুমে খুব অসুবিধায় পড়ে। প্রায় ১ কিলোমিটার তাদের ঘোরা লাগে। এছাড়া রাস্তাটি নির্মান হলে কৃষকরা সহজে এই সংযোগ সড়ক দিয়ে তাদের পণ্য কম খরচে বাজারে উঠাতে পারবে। এরকম উন্নয়ন মুলক কাজে বাধা সৃষ্টি করে বাঁশ দিয়ে ঘিরে দেওয়ায় এলাকাবাসি ফুসে উঠেছে বলে তিনি দাবি করেন। তিনি আরো বলেন আমরা রাস্তার জায়গা ছেড়ে দিয়ে এখানে বাড়ি করেছি। এখানকার প্রায় ৩০টি পরিবার রাস্তার জায়গা ছেড়ে দিয়ে বাড়ি করেছে। সরু এই পথটি কারো কাজে লাগবে না। শুধু মাত্র রাস্তাটি পাকা হলে সকলে যাতায়াত  করতে পারবে। কিন্তু কারো কোন আপত্তি নেই শুধু মাত্র ওই একটি পরিবার বাঁধা সৃষ্টি করে উন্নয়নকে নস্যাৎ করার অপচেষ্টা করছে। নামাজ গ্রামের ৫ ম শ্রেনীর ছাত্রী সানজিদা আক্তার বলেন, আমাদের স্কুলে যেতে খুব অসুবিধা হচ্ছে। এই রাস্তা ঘিরে দেওয়ায় অনেক পথ ঘুরে আমাদের স্কুলে যেতে ও প্রাইভেট পড়তে যেতে হচ্ছে। এ বিষয় বেনাপোল পৌর প্যানেল মেয়র সাহাবুদ্দিন মন্টু বলেন, এলাকার উন্নয়নে বেনাপোল পৌর সভা ধারাবাহিক ভাবে কাজ করে যাচ্ছে। রাস্তাঘাট নির্মানে এলাকাবাসির  সহযোগিতার প্রয়োজন। তা না করে উন্নয়ন কাজে বাধা দেওয়া এবং জমির দাবি যারা করে তারা আসলে উন্নয়ন চায় না। তাছাড়া সাদিপুর নামজগ্রামের মধ্যে ওই সংযোগ সড়কটি নির্মানে এখানে কারো কোন অসুবিধা হওয়ার কথা নয়। এই রাস্তা দিয়ে স্বাধীনতার আগ থেকে মানুষ চলাচল করে। যারা বাধা দিচ্ছে তারা উন্নয়ন বিমুখ মানুষ।
- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত