Monday, May 20, 2024

কেশবপুরে শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক ওরিয়েন্টশন কর্মশালা

 কেশবপুর প্রতিনিধিঃ কেশবপুরে শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক ওরিয়েন্টশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ৬সেপ্টেম্বর উপজেলা পরিষদের সভাকক্ষে কর্মশালায় মা ও শিশু স্বাস্থ্য পরিচর্যা, সামাজিক নিরাপত্তা, নিরাপদ মাতৃত্ব, শিশুর পানিতে ডুবা প্রতিরোধসহ করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধের উপর আলোচনা করা হয়। কেশবপুর ৬ নম্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দীন আলার সভাপতিত্বে ও যশোর জেলা সহকারী তথ্য অফিসার এলিন সাঈদ-উর রহমানের সঞ্চালনায়। অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেন। অনুষ্ঠানে বক্তৃতা করেন, শার্শা উপজেলার মা ও শিশু স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনার চিকিৎসা কর্মকর্তা ডা. আবু বকর সিদ্দিকী ও জেলা এনজিও সমন্বয়ের প্রতিনিধি শাহজাহান নান্নু। স্বাগত বক্তব্য দেন, যশোর জেলা তথ্য অফিসের সহকারী পরিচালক জাহারুল ইসলাম। এই কর্মশালায় ইউনিয়ন পরিষদের সচিব, ইউপি সদস্যবৃন্দ, শিক্ষক, সাংবাদিক, মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিতসহ সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত