Monday, May 20, 2024

কেশবপুরে কৃষকের মাঝে বিনামূল্যে বীজ বিতরণ

কেশবপুর প্রতিনিধিঃ কেশবপুরে ১৩০ জন কৃষকের মাঝে বিনামূল্যে গ্রীষ্মকালীন পেঁয়াজ ও পাটের বীজ দেওয়া হয়েছে। ৭সেপ্টেম্বর উপজেলা পরিষদ চত্ত্বরে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ওই বীজসহ কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। এর মধ্যে ৯০ জন কৃষককে ১ কেজি করে পেঁয়াজের বীজ, ২০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি ও ৪০ জন কৃষককে ৫০০ গ্রাম পাট বীজ, ১০ কেজি ইউরিয়া, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি দেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে বক্তৃতা করেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, ভাইস চেয়ারম্যান পলাশ কুমার মল্লিক, উপজেলা কৃষি কর্মকর্তা ঋতুরাজ সরকার, উপ-সহকারী কৃষি কর্মকর্তা অনাথ বন্ধু দাস প্রমুখ। এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা ঋতুরাজ সরকার সাংবাদিকদের বলেন, ২০২১-২২ অর্থ বছরে খরিপ মৌসুমে গ্রীষ্মকালীন পেঁয়াজ আবাদ ও পাট বীজ উৎপাদন বৃদ্ধির লক্ষে ১৩০ জন প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজসহ কৃষি উপকরণ দেওয়া হয়েছে।
- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত