Sunday, May 19, 2024

চৌগাছায় স্বেচ্ছাসেবকলীগের আলোচনা ও দোয়া

- Advertisement -

 

শ্যামল দত্ত (যশোর) চৌগাছাঃ যশোরের চৌগাছায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবসহ ১৫ আগস্টের সকল শহিদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টায় উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আয়োজনে শহরের জামতলায় শ্রমিক অফিসের সামনে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক জিয়াউর রহমান রিন্টুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব) অধ্যাপক ডাক্তার নাসির উদ্দিন। প্রধান বক্তা ছিলেন যশোর জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ নুরে আলম সিদ্দিকী মিলন। চৌগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রভাষক অমেদুল ইসলামের সঞ্চালনায়  বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ ড. মোস্তানিছুর রহমান, চৌগাছা পৌর মেয়র নূর উদ্দিন আল মামুন হিমেল, জেলা পরিষদ সদস্য দেওয়ান তৌহিদুর রহমান ও বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সহিদুল ইসলাম মিয়া, সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুস সাত্তার, সাবেক যুগ্ম সম্পাদক মাস্টার সিরাজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক হুমায়ূন কবির সোহেল ও ঝিকরগাছা উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, জেলা স্বেচ্ছাসেবকলীগের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর হোসেন খোকন, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম ও কাউন্সিলর আনিছুর রহমান আনিচ। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সদস্য আশরাফুল আলম, স্বেচছাসেবক লীগের উপজেলা নেতা শ্যামল দত্ত,যুবলীগ নেতা সাজেদুল ইসলাম বাবু, পৌর স্বেছাসেবকলীগের সভাপতি বকুল হোসেন, সহ-সভাপতি ও পৌর কাউন্সিলর রুহুল আমিন, সম্পাদক রোকনুজ্জামান সুমন, চৌগাছা সদর ইউনিয়ন আহবায়ক আবু সাঈদ মানিক, উপজেলা ছাত্রলীগ সভাপতি ইব্রাহিম হোসেন, সহ-সভাপতি সাদেকুর রহমান, সাংগঠনিক সম্পাদক রাজু আহাম্মেদ, ছাত্রলীগ নেতা এইচএম ফিরোজ, শফিউর রহমান রাথিক, শ্রমিক লীগ নেতা শামসুল হক মাতবর, আমিনুর রহমান আমিন, বাবু মিয়া, অহিদুল ইসলাম, লিয়াকত আলী, ফোরকান হোসেন, শিমুল হোসেন, আইনাল হোসেন, লিটন রহমান, ঠান্ডু মিয়া প্রমুখ বক্তৃতা করেন। অনুষ্ঠানে উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

 

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত