Monday, May 13, 2024

কেশবপুরে বিরল প্রজাতির মেছো বাঘ উদ্ধার

যশোরের কেশবপুরে বিরল প্রজাতির একটি মেছো বাঘ উদ্ধারের পর বনে ছেড়ে দেয়া হয়েছে। রোববার দুপুরে বাঘটিকে উপজেলার রামচন্দ্রপুর গ্রামের বৃহত্তর বনে ছেড়ে দেওয়া হয়।
উপজেলা বনবিভাগ কর্মকর্তা গোলাম মোস্তফা বলেন, উপজেলার সাতবাড়িয়া গ্রামবাসী শনিবার বাঘটিকে কৌশলে আটক করে রাখে। খবর পেয়েই বন বিভাগ কর্তৃপক্ষ বাঘটি উদ্ধার করে আনে। পরে উপজেলা প্রাণি স¤পদ অফিস থেকে বাঘটিকে চিকিৎসা দিয়ে অফিসের বারান্দায় খাঁচার মধ্যে রেখে দেওয়া হয়। রাতে বাঘটি খাঁচা থেকে বেরিয়ে বারান্দার বিচালির ভেতর ঢুকে বসে থাকে। সকালে খোঁজাখোঁজির পর বিচালি সরিয়ে আবারও বাঘটিকে খাঁচাবন্দি করা হয়। উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে বাঘটিকে উপজেলার রামচন্দ্রপুর এলাকার বৃহত্তর বনে ছেড়ে দেওয়া হয়।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেন বলেন, মেছো বাঘটিকে বন বিভাগ কর্তৃপক্ষ উদ্ধার করে বনে ছেড়ে দিয়েছেন।

বিশেষ প্রতিনিধি
- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত