Sunday, May 19, 2024

উপহার পেলেন কর্মহীন দুই শতাধিক সংস্কৃতিকর্মী

- Advertisement -

উত্তরায় কর্মহীন শিল্পী ও সংস্কৃতিকর্মীদের হাতে উপহার সামগ্রীর তুলে দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম। বুধবার (২৫ আগস্ট) রাজধানীর উত্তরা কমিউনিটি সেন্টারে এক অনুষ্ঠানে উত্তরা জনপদের কর্মহীন শিল্পী ও সংস্কৃতিকর্মীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেন তিনি। এ সময় ডিএনসিসি মেয়রের পক্ষ থেকে উত্তরার দুই শতাধিক কর্মহীন শিল্পী ও সংস্কৃতিকর্মীকে শুভেচ্ছা উপহার হিসেবেই চাল, ডাল, আলু, সয়াবিন তেল, পেঁয়াজ, লবণ, চিনিসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে আতিকুল ইসলাম বলেন, গান সারা দিনের কর্মব্যস্ত মানব জীবনে প্রাণ চাঞ্চল্যের সৃষ্টি করে বলেই আমি গান এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত সবাইকে ভালোবাসি। আমি নগরপিতা হিসেবে নয়, নৈতিক দায়িত্ববোধ থেকেই নগরবাসীর সেবক হিসেবে কাজ করে যেতে চাই। মানবিক দায়িত্ববোধ থেকেই সমাজের বিত্তবানদের বিপদের সময় অসহায় মানুষের পাশে দাঁড়ানো উচিত। করোনা পরিস্থিতি মোকাবিলায় ডিএনসিসির পক্ষ থেকে জনকল্যাণমূলক  কার্যক্রম অব্যাহত রয়েছে। এ সময় অবৈধ দখলদারদের কড়া সমালোচনা করে ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম বলেন, অবৈধ কাজের সঙ্গে জড়িত কাউকে ডিএনসিসির পক্ষ থেকে কোনো নোটিশ দেওয়া হবে না। অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে বিনা নোটিশেই প্রয়োজনীয় ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ কার্যক্রম অব্যাহত থাকবে।

অনলাইন ডেস্ক

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত