Monday, May 20, 2024

কাবুল থেকে ২৪ ঘণ্টায় ১৬ হাজার মানুষকে সরানো হয়েছে: পেন্টাগন

- Advertisement -

অস্থিতিশীল আফগানিস্তান থেকে গত ২৪ ঘণ্টায় ১৬ হাজারের বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। সোমবার পেন্টাগনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দেশটির সেনাবাহিনীর মেজর জেনারেল উইলিয়াম হাঙ্ক এই তথ্য জানিয়েছেন। কাবুল বিমানবন্দরের বর্তমান পরিস্থিতি সম্পর্কে হালনাগাদ তথ্য দিতে গিয়ে উইলিয়াম হাঙ্ক বলেন, গত ২৪ ঘণ্টায় সামরিক এবং বাণিজ্যিক ফ্লাইটে করে আফগানিস্তান থেকে ১৬ হাজারের বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। শুধুমাত্র মার্কিন সামরিক বাহিনীই একাই প্রায় ১১ হাজার মানুষকে উড়িয়ে নিয়েছে বলে জানিয়েছেন তিনি। অন্যদিকে, হোয়াইট হাউসের একজন কর্মকর্তা বলেছেন, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী গত ২৪ ঘণ্টায় কাবুল থেকে ১০ হাজার ৪০০ জনকে সরিয়ে নিয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্র-নেতৃত্বাধীন পশ্চিমা সামরিক জোটের ৫৯টি বিমানে করে আরও ৫ হাজার ৯০০ জনকে আফগানিস্তান থেকে বিশ্বের অন্যান্য দেশে নেওয়া হয়েছে। তিনি বলেছেন, গত ১৪ আগস্ট থেকে তালেবান-নিয়ন্ত্রিত আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্র ৩৭ হাজার মানুষকে সরিয়েছে অথবা সরানোর কাজে সহায়তা করেছে। মার্কিন সামরিক বাহিনীর মুখপাত্র জন কিরবি বলেছেন, আমরা দিনের পর দিন আফগানিস্তান থেকে লোকজনকে সরিয়ে নেওয়ার কাজ চালিয়ে যাচ্ছি। সরিয়ে নেওয়া লোকজনের সংখ্যা আরও বাড়তে পারে। তবে আমরা ধারাবাহিকভাবে তাদের আফগানিস্তানের বাইরে নিয়ে আসবো। ব্যাপক যাচাই-বাছাই ছাড়া যাতে কেউ যুক্তরাষ্ট্রে আসতে না পারে সেটি নিশ্চিত করতে কাবুলের আন্তর্জাতিক বিমানবন্দরে এবং লোকজনকে সরিয়ে নেওয়ার স্থানে আইনশৃঙ্খলাবাহিনী এবং গোয়েন্দা কর্মকর্তারা উপস্থিত আছেন বলে জানিয়েছেন তিনি। প্রায় তিন মাস ধরে একের পর এক প্রদেশ দখলে নেওয়ার পর তালেবান গত ১৫ আগস্ট আফগানিস্তানের রাজধানী কাবুলের নিয়ন্ত্রণ নেয়। তালেবানের অভিযানের মুখে ওই দিন দেশটির প্রেসিডেন্ট আশরাফ গনি সংযুক্ত আরব আমিরাতে পালিয়ে যাওয়ায় দেশটির সরকারের পতন হয়। তালেবানের শাসনে প্রাণনাশের শঙ্কায় হাজার হাজার আফগান দেশ ছেড়ে পালানোর চেষ্টা করছেন। যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশ তাদের সৈন্য, দূতাবাস কর্মী এবং নাগরিকদের সরিয়ে নেওয়ার কাজ অব্যাহত রেখেছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ঘোষণা অনুযায়ী আগামী ৩১ আগস্টের মধ্যে লোকজনকে সরিয়ে নেওয়ার কাজ শেষ হওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। এরই মাঝে ফ্রান্স লোকজনকে আফগানিস্তান থেকে সরিয়ে নেওয়ার সময়সীমা আগামী ৩১ আগস্ট থেকে আরও কয়েকদিন বৃদ্ধির কথা বলেছে। সময়সীমা বাড়াতে আগামীকাল (মঙ্গলবার) বিশ্বের শিল্পোন্নত দেশগুলোর জোট জি-৭ এর বৈঠকে আলোচনা হতে পারে বলে জানিয়েছে ব্রিটেন। কিন্তু আফগানিস্তানের নতুন শাসকগোষ্ঠী তালেবানের মুখপাত্র সুহাইল শাহিন বলেছেন, আগামী ৩১ আগস্টের পর কোনও বিদেশি সৈন্য আফগানিস্তানে অবস্থান করলে তার পরিণতি ভোগ করতে হবে। কোনোভাবেই এই সময় আর বাড়ানো হবে না। তবে কী ধরনের পরিণতির কথা বলছেন, সেবিষয়ে বিস্তারিত জানাননি সুহাইল শাহিন। তিনি বলেছেন, এ ব্যাপারে তালেবানের নেতৃত্ব সিদ্ধান্ত নেবে।

অনলাইন ডেস্ক

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত