Monday, May 13, 2024

ঝিকরগাছায় মাসুম বিল্লাহ হত্যা মামলায় আটক মেহেদির জবানবন্দি

- Advertisement -

যশোরের ঝিকরগাছার বেনেয়ালি গ্রামে মণিরামপুরের মাসুম বিল্লাহ হত্যা মামলায় আটক মেহেদী হাসান রাসেল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। মেহেদী হাসান রাসেল বেনেয়ালি গ্রামের রুহুল আমিনের ছেলে। চুরি করতে গিয়ে ধরা পড়ার পর গ্রামের লোকজন মাসুমকে পিটিয়ে হত্যা করেছে বলে জানিয়েছে রাসেল। বৃহস্পতিবার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মাহাদী হাসান আসামির এ জবানবন্দি গ্রহণ শেষে কারাগারে পাঠানোর আদেশ দেন।
মেহেদী জানায়,চলতি বছরের ২১ মে গভীর রাতে প্রতিবেশী হাসানের বাড়িতে চিৎকার শুনে সে সেখানে যায়। হাসান ও তার স্ত্রীক এক যুবককে ধরে চোর চোর করে চিৎকার করছিল। এ সময় সেও ওই যুবককে ধরে রাখে। এরমধ্যে গ্রামের অনেকে হাসানের বাড়িতে এসে ওই যুবককে মারপিট করতে থাকে। সে তাকে একটি চড় দিয়ে স্থানীয় মেম্বারকে ডাকতে যায়। মেম্বার না আসায় ফিরে দেখে আটক যুবক মাটিতে পড়ে আছে তার নাক-মুখ দিয়ে রক্ত পড়ছে। এরমধ্যে সে বাড়িতে চলে যায়। এ সময় আটক হাসান আলী, শহিদুলসহ অনেকে জড়িত বলে জানিয়েছে  মেহেদী হাসান রাসেল।
উল্লেখ্য, মাসুম বিল্লাহ মণিরামপুরের মাহমুদকাঠি গ্রামের মোতালেব জমাদ্দারের ছেলে। ২১ মে বিকেলে সে বেনাপোলের কাগজপুকুর গ্রামে বোনের বাড়ি বেড়ানোর উদ্দেশ্যে বের হয়। ওইদিন গভীর রাতে স্বজনেরা জানতে পারে যশোর-বেনাপোল সড়কের পাশে মাসুম বিল্লাহ মৃত অবস্থায় পড়ে আছে।

রাতদিন সংবাদ

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত