Friday, May 17, 2024

মানবসেবায় কাজ করে যাচ্ছে মণিরামপুর কল্যাণ সমিতি

- Advertisement -

শফিয়ার রহমান, মণিরামপুর প্রতিনিধিঃ বৈশ্বিক মহামারী করোনাভাইরাসে আক্রান্ত মূমুর্ষ রোগীদের বিনামূল্যে অক্সিজেন সেবার মহান উদ্যোগ গ্রহন করেছেন যশোরস্থ্য ‘মণিরামপুর কল্যাণ সমিতি’। সমিতির উদ্যোগে করোনায় আক্রান্ত রোগীদের সেবার জন্য অক্সিজেন কন্সেনট্রেটর, পিপিই, গাউন, হ্যান্ড গ্লোভস, হেডকভারসহ বিভিন্ন করোনা প্রতিরোধ ও সুরক্ষা সামগ্রি প্রদান করা হয়েছে।
সোমবার সকালে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শুভ্রা রানী দেবনাথের কাছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ক্যাম্পাসে মণিরামপুর কল্যাণ সমিতির সভাপতি ডাক্তার এ,এইচ,এম আব্দুর রউফ, সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুল গণিসহ সমিতির নেতৃবৃন্দ এ উপাদান সামগ্রি প্রদান করেন।
এ সময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মণিরামপুর কল্যাণ সমিতির সহসভাপতি শামছুর রহমান, আলহাজ্জ্ব এস,এম ইয়াকুব আলী, আলহাজ্জ্ব ইকবাল হোসেন, উপদেষ্টা অধ্যক্ষ মোঃ হাফিজুর রহমান, আজীবন সদস্য প্রবাসি ব্যবসায়ী আলী হোসেন, মণিরামপুর প্রেসক্লাবের সম্পাদক মোতাহার হোসেন, মণিরামপুর কল্যাণ সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক সঞ্জয় কুমার মলি­ক, দপ্তর সম্পাদক আতিয়ার রহমান, প্রচার সম্পাদক প্রভাষক ফরিদ উদ্দীন, সমাজ কল্যাণ সম্পাদক শহিদুল ইসলাম মিলন, ক্রীড়া সম্পাদক এস,এম খবিরুল ইসলাম, যুগ্ম ক্রীড়া সম্পাদক জাহাঙ্গীর আলম, সদস্য মহসিন কবির, প্রভাষক নাজিম উদ্দীন, প্রভাষক বিকাশ কুমার, সুকুমার চক্রবর্তী, আজগর আহমেদ, কওছার আহমেদ, আবু শাহিন, আঃ আলিম জিন্নাহ, মাষ্টার জয়নুল আবেদিন, সাংবাদিক রাহুল রায় প্রমুখ।
এ সময়ে মণিরামপুর কল্যাণ সমিতির নেতৃবৃন্দ মানবতার সেবায় আমরা সকলে একসাথে কাজ করার আহবান জানান। এ মহামারী মোকাবেলায় সমাজের বিত্তবানদের এগিয়ে আসতে হবে। কারণ এ যুদ্ধটা আমাদের সবার, এই দেশটাও আমাদের সবার। একা বেঁচে থাকাটা বাঁচা হয় না। নিজেদের, পরিবারের, সমাজের, দেশের তথা সারা বিশ্বের মানুষের জন্য।

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত