Friday, May 17, 2024

মোরেলগঞ্জে লকডাউনের দ্বিতীয় দিনে ২৫ জনকে জরিমানা

- Advertisement -

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধিঃ বাগেরহাটের মোরেলগঞ্জে সরকার ঘোষিত কঠোর লকডাউন বাস্তবায়নে দ্বিতীয় দিনেও কঠোর অবস্থানে ছিল প্রশাসন। দিনভর বৃষ্টি আর প্রশাসনের কঠোরতায় লকডাউনের দ্বিতীয় দিন শনিবার মোরেলগঞ্জের বেশিরভাগ সড়ক ও জনপথ ছিল ফাঁকা।  ওষুধ ও শুধু নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান ছাড়া সব দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ছিল। পৌরসভার নব্বই রশি বাস স্ট্যান্ড, সোলমবাড়িয়া বাস স্ট্যান্ড সহ বিভিন্ন স্থানে পুলিশের চেকপোস্ট বসানো ছিল। সব ধরনের গণপরিবহন বন্ধ ছিল, চিকিৎসা, খাদ্যপণ্য ও জরুরি প্রয়োজন ছাড়া কাউকে বাইরে যেতে দেয়া হয়নি। পাশাপাশি পৌর কর্তৃপক্ষ পৌর বাজারে বিভিন্ন প্রবেশ দ্বারের  বেরিকেডের ব্যবস্থা করেন। সরকার ঘোষিত দুই সপ্তার লকডাউন বাস্তবায়নে আজ শনিবার দিনব্যাপী কাজ করেছে উপজেলা প্রশাসন। উপজেলার বিভিন্ন এলাকায় সকাল থেকে বিকাল সাড়ে পাঁচটা পর্যন্ত মোবাইল কোর্ট পরিচালিত হয়। উক্ত মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আলী হাসান। লকডাউনের বিধি অমান্য করায় উক্ত মোবাইল কোর্টের মাধ্যমে সর্বমোট ২৫ টি মামলায় ২৫ জনকে ৩ হাজার ৩ শ’ টাকা অর্থদণ্ড করা হয়। কঠোর লকডাউন বাস্তবায়নে এই ধরনের মোবাইল কোর্ট অব্যাহত থাকবে বলেও উপজেলা প্রশাসন থেকে জানানো হয়েছে।

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত