Monday, May 20, 2024

টিভি পর্দায় ঈদ আয়োজন

ঈদে প্যাকেজ নাটকের স্থান দখল করে নিয়েছে ছোট পরিসরের ধারাবাহিক নাটক । ৫ থেকে সর্বোচ্চ ১০ পর্বের নাটকগুলোর সিক্যুয়ালও হচ্ছে পরবর্তী ঈদে। দেশীয় সব চ্যানেলে চলছে এমন আয়োজন।
এটিএন বাংলার সাত দিনের আয়োজনে বগা ফান্দে দেখা যাবে প্রতিদিন বিকাল ৫টা ৫০ মিনিটে। চ্যানেল আই এর ঈদ অনুষ্ঠান আট দিনের। এ আটদিনে নাটক খেলা হলো খুলনায় সন্ধ্যা ৬টা ২০ মিনিটে প্রচারিত হবে। একুশে টেলিভিশন ঈদের দিন থেকে সাত দিন থিয়েটার সুপারহিট দুপুর ১টা ৩০ মিনিটে, হালকার ওপর ঝাপসা সন্ধ্যা ৬টা ২০ মিনিটে, অফলাইন মামা অনলাইনে সন্ধ্যা ৭টা ২০ মিনিটে এবং ভিডিও জাহাঙ্গীর প্রচারিত হবে রাত ৯টা ২০ মিনিটে। এনটিভির সাত দিনের আয়োজনে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে মেডেল। আরটিভি ঈদের দিন থেকে সাত দিন চান্দের বুড়ি নোয়াখাইল্লা সন্ধ্যা ৬টায় এবং বিগ বস রাত ১১টা ৫ মিনিটে দেখানো হবে। বাংলাভিশনে ঈদের দিন থেকে সাত দিন মোঘল ফ্যামিলি বিকাল ৪টা ৩০ মিনিটে, দাঁতাল সন্ধ্যা ৬টা ৫ মিনিট, ও পাখি তোর যন্ত্রণা রাত ৮টা ৪০ মিনিটে এবং ফকির মজনু রাত ৯টা ৫৫ মিনিটে প্রচার হবে। এছাড়াও অন্যান্য টেলিভিশন চ্যানেলের আয়োজনেও রয়েছে আরও অনেকগুলো ঈদ ধারাবাহিক।

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত