Sunday, May 19, 2024

কেশবপুরে ৩শ’বছর বয়সী মরা বট গাছটি সড়কে উপড়ে পড়লেও হয়নি অপসারণ, চরম ভোগান্তিতে এলাকাবাসী

- Advertisement -

জাকির হোসেন,কেশবপুরঃ-কেশবপুর উপজেলার বেলোকাটি গ্রামের ৩শ’বছর বয়সী মরা একটি বট গাছ রাস্তার উপর উপড়ে পড়ে যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে গেছে বলে অবিযোগ পাওয়া গেছে। গত ৪ দিন আগে গাছটি সড়কের উপর উপড়ে পড়ে। উপড়ে পড়া বট গাছটি অপসারণ না করায় যানবাহন চলাচল বন্ধ রয়েছে। যে কারণে ওই সড়কে চলাচলকারী লোকজনের পড়তে হচ্ছে ভোগান্তিতে।
এলাকাবাসী জানায় উপজেলার পাঁজিয়া ইউনিয়নের বেলোকাটি গ্রামের মরহুম গোলাম আলী ফকিরের বাড়ি হতে গড়ভাঙ্গা রাস্তার মোসলেম উদ্দিনের বাড়ি সংলগ্ন সরকারি জায়গায় বট গাছটির বয়স হয়েছিল প্রায় ৩শ’বছর। গত দু’বছর আগে গাছটি মরে গেলেও অপসারণ না করায় ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে থাকে। ৭মে রাতে ঝুঁকিপূর্ণ ওই মরা গাছটি সড়কের উপর উপড়ে পড়ে। যে কারণে যাতায়াতে এলাকাবাসীকে পড়তে হয়েছে চরম ভোগান্তিতে। সড়ক দিয়ে যাতায়াতকারী বেলোকাটি গ্রামের শরিফুল ইসলাম খান সাংবাদিকদের বলেন উপড়ে পড়া গাছটি ৪ দিনেও অপসারণ না হওয়ায় এলাকার মানুষের চলাচলে অসুবিধা হচ্ছে। বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন সাংবাদিকদের বলেন সড়কের উপর উপড়ে পড়া মরা বট গাছটি অপসারণের জন্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন ভূমি অফিসকে জানানো হয়েছে। এ ব্যাপারে পাঁজিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম মুকুল সাংবাদিকদের বলেন দ্রুত সড়কের উপর থেকে উপড়ে পড়া বট গাছটি অপসারণের উদ্যোগ নেওয়া হবে।

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত