Thursday, May 2, 2024

মোরেলগঞ্জের গরু চুরির অভয়ারণ্য পূর্ব প করণ গ্রাম

- Advertisement -

মোরেলগঞ্জ (বাগেরহাট)প্রতিনিধিঃ বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার পূর্ব প করণ গ্রাম এখন চুরির অভয়ারণ্য। গেল এক বছরে ২৭ টি গরু এবং দেড় বছরে ৩৬টি গরু চুরির ঘটনা এখানে ঘটেছে।ভুক্তভোগীদের অভিযোগ, নদীতে টহল না থাকায় এবং পাঁচগাও পুলিশ ফাঁড়ি এখান থেকে কয়েক কিলোমিটার দূরে হওয়ায় নদীপথে ট্রলারযোগে চোরেরা নিরাপদে চুরি করে নিয়ে যায়। চোরদের দৌরাত্ব্যে ভীত হয়ে কেউ থানায় অভিযোগ দেয়না। পূর্বে নদীতে টহলের ব্যবস্থা ছিল এখন না থাকাতে চুরির ঘটনা ঘটছে। মোরেলগঞ্জ উপজেলার প করণ ইউনিয়নের পূর্ব প করণ গ্রামের দিন মজুর বাদলের বাড়ি থেকে গত ২ মে রবিবার রাতে তার বাড়ির গেটের তালা এবং গোয়ালঘরের শিকল কেটে ঢুকে ৪ টি গাভি চুরি করে নিয়ে যায়৷ চুরি যাওয়া গরুগুলোর মূল্য প্রায় পৌণে দুই লাখ টাকা বলে জানা যায়৷৩ কন্যা সন্তানের জনক ভুক্তেভোগী বাদল খান কেঁদে বলেন,বসতঘর ছাড়া জমা-জমি কিছুই নাই। স্ত্রী লাকিকে নিয়ে দিন মজুরি আর গরুর দুধ বিক্রি করে সংসার চালাই। গরুগুলো চুরি হওয়াতে এখন আমি নিস্ব হয়ে গেলাম। জানিনা কি করব।প্রতিবেশি দুলাল চন্দ্র সহ বেশ কিছু প্রতিবেশি বলেন, নদীতে টহল না থাকার কারণেই এ ঘটনা ঘটছে, আমাদের এখন গরু পালনই বন্ধ করতে হবে।পাঁচগাও ফাঁড়ি ইনচার্জ আনিসুর রহমান লোকমুখে শুনে ঘটনাস্থল পরিদর্শন করেন, তবে কোন অভিযোগ পাননি বলে জানান।ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক মজুমদার জানান, নদীতে টহল না থাকার কারণেই এটা হচ্ছে।

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত