Wednesday, May 22, 2024

মণিরামপুরে কৃষকের ধান কেটে দিলেন ছাত্রলীগ নেতাকর্মীরা

মণিরামপুরে কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দিলেন উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবান ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য্যরে নির্দেশে শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা নেতৃবৃন্দ এ কাজে যোগ দেন। এদিন পৌর শহরের দূর্গাপুর গ্রামের কৃষক যশোর আলীর ধান কেটে ঘরে তুলে দিয়েছেন নেতাকর্মীরা।
উপজেলা ছাত্রলীগ নেতা মেহেদী হাসানের নেতৃত্বে ধান কাটায় অংশ গ্রহণ করেন পৌর ছাত্রলীগের প্রচার সম্পাদক রাসেল হোসেন, ছাত্রলীগ নেতা মেহেদী, সঞ্জয় রায়, সজীব হোসেন, অন্তর, টগর পাটোয়ারী শিশির, ইমন হোসেন, রায়হান হোসেন, মিলন দেবনাথ, শিমুল ঘোষসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এদিকে, করোনা মহামারির সময়ে বিনা পারিশ্রমিকে ধান কেটে দেয়ায় খুশি দরিদ্র কৃষকসহ গ্রামবাসী। কৃষক যশোর আলী বলেন, জমিতে ধান পেকে গেছে। কয়েকদিন ধরে কাটার জন্য শ্রমিক খুঁজছিলাম। কিন্তু শ্রমিকের মুজুরি বেশি হওয়ায় তা কাটতে পারছিলাম না। এ অবস্থায় ছাত্রলীগ নেতাকর্মীরা আমার ক্ষেতের ধান কেটে দিলেন। এ কাজে আমার খুব উপকার হয়েছে। আমি উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই।

- Advertisement -
বিশেষ প্রতিনিধি

 

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত