Monday, May 13, 2024

করোনা রোধে সাধারণের প্রবেশাধিকার সীমিত করেছে প্রেসক্লাব যশোর

করোনা পরিস্থিতির ঘোর অবনতি হওয়ায় সদস্যসহ সাংবাদিক ও সাধারণ মানুষের সুরক্ষার স্বার্থে প্রেসক্লাব যশোর কার্যালয়ে বাইরের মানুষের প্রবেশাধিকার সীমিত করাসহ বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করেছে। ১৪ এপ্রিল সরকারঘোষিত কঠোর লকডাউনের দিন থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে। এসময়ের মধ্যে সদস্য ছাড়া কাউকে ক্লাবে প্রবেশ না করার অনুরোধ জানানো হয়।
সোমবার দুপুরে ক্লাবের নির্বাহী কমিটির জরুরি সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। সভায় বিশেষ প্রয়োজন ছাড়া সদস্যদের ক্লাবে আসার ক্ষেত্রে নিরুৎসাহিত করা এবং সংবাদকর্মীদের যতটা সম্ভব বাড়িতে থেকে কাজ করায় উৎসাহিত করা হয়।
সভায় প্রবেশমুখে সাবান দিয়ে হাত ধুয়ে এবং মাস্ক পরে ক্লাবে প্রবেশ করা বাধ্যতামূলক করার নির্দেশনা দেয়া হয়েছে। ক্লাব কম্পাউন্ডে থাকা সাংবাদিকদের দুটি সংগঠনের ক্ষেত্রেও একই নির্দেশনা প্রচার ও কার্যকর করার আহ্বান জানানো হয় সভা থেকে। পাশাপাশি ক্লাবে সাংবাদিকদের একটি সংগঠনের চলমান ক্রীড়া প্রতিযোগিতা স্থগিত করা হয়।
সভায় প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সহসভাপতি নূর ইসলাম, সম্পাদক আহসান কবীর, কোষাধ্যক্ষ কাজী আশরাফুল আজাদ, দপ্তর সম্পাদক তৌহিদ জামান, কার্যনির্বাহী সদস্য আব্দুল ওয়াহাব মুকুল, আব্দুল কাদের, ফিরোজ গাজী উপস্থিত ছিলেন।
সভার এক পর্যায়ে যশোর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এইচ আর তুহিন, সাংবাদিক ইউনিয়ন যশোরের সাধারণ সম্পাদক আকরামুজ্জামান এবং ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মনিরুজ্জামান মুনিরকে আমন্ত্রণ জানানো হয়। তারা সভায় অংশ নিয়ে প্রেসক্লাবের সিদ্ধান্তের সাথে একমত পোষণ করেন এবং এই বিষয়ে তারাও স্ব-স্ব সংগঠনের পক্ষ থেকে উদ্যোগী হবেন বলে জানান।
পরে সাংবাদিক ইউনিয়ন যশোর এক প্রেস বিজ্ঞপ্তিতে প্রেসক্লাব যশোরের সিদ্ধান্তের সাথে একাত্মতা প্রকাশ করেছে।
প্রেসক্লাবের সভা থেকে কার্যনির্বাহী কমিটির সদস্য এম. আইউবের রোগমুক্তি কামনা করা হয়।
রাতদিন সংবাদ
- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত