Sunday, May 19, 2024

করোনা রোগীদের জন্য ‘মমতার হাত’

- Advertisement -

করোনায় আক্রান্তের পর হাসপাতালে আইসোলেশনে থাকা রোগীদের প্রায় দুই সপ্তাহ নিঃসঙ্গ কাটাতে হয়। নিঃসঙ্গ এই রোগীদের প্রতি সহমর্মিতা প্রকাশ করতে ভিন্ন একটি পন্থা বের করেছেন ব্রাজিলের স্বাস্থ্যকর্মীরা। পাশে থাকার চিহ্ন হিসেবে রোগীদের হাতে বেঁধে দেওয়া হচ্ছে কৃত্রিম হাত।কৃত্রিম এই হাতটি তৈরি করা হয়েছে প্লাস্টিকের হ্যান্ডগ্লাভসের মাধ্যমে। গ্লাভসগুলো হালকা গরম পানি দিয়ে পূর্ণ করা হয় এবং এগুলো রোগীদের হাতের সঙ্গে বেঁধে দেওয়া হয়। সহমর্মিতা প্রকাশের নতুন এই পন্থার আবিষ্কারক সাও কার্লোস শহরের একটি হাসপাতালের নার্স সিমি আরাউজো চুনহা।সিমি জানান, কৃত্রিম এই হাম নগরীর জরুরি সেবা কেন্দ্রে থাকা রোগীদের কিছুটা স্বস্তি দেবে বলে তিনি ভেবেছিলেন। স্থানীয় একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাকারে তিনি বলেছেন, ‘মমতা, স্বাচ্ছন্দ্য এবং রোগীর যত্নের স্বার্থে শুধু পেশাদার হওয়া যথেষ্ট নয়, আপনাকে সহানুভূতিশীলও হতে হবে। আমরা সিদ্ধান্ত নিলাম, এটি মমতা, আনন্দ, মনুষত্বের রূপ হিসাবে কাজ করবে, যেন কেউ তার হাত ধরে রেখেছে।’টুইটারে কৃত্রিম হাতের মধ্যে রোগীর হাত থাকার ছবিটি পোস্ট করে নিসিম মান্নাথুকারেন নামে এক জন লিখেছেন, ‘ঈশ্বরের হাত-নার্সেরা ব্রাজিলের কোভিড আইসোলেশন ওয়ার্ডে থাকা রোগীদের স্বস্তি দেওয়ার চেষ্টা করছেন। দু’টি ডিসপোজেবল গ্লাভস বাঁধা, গরম পানিতে পূর্ণ, মানুষের স্পর্শে থাকার অসম্ভব অনুকরণ। সামনের সারিতে থাকা যোদ্ধাদের স্যালুট।’

অনলাইন ডেস্ক

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত