Saturday, May 18, 2024

বাগেরহাটে করোনায় আইনজীবীর মৃত্যু

- Advertisement -

বাগেরহাটে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আকরাম হোসেন (৭১) নামে এক আইনজীবীর মৃত্যু হয়েছে। শুক্রবার ভোরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ডেডিকেটেড ইউনিটে তার মৃত্যু হয়।শুক্রবার দুপুরে স্বাস্থ্যবিধি মেনে বাগেরহাট শহরের সরুই কবরস্থানে তার লাশ দাফন সম্পন্ন হয়েছে।আকরাম হোসেন বাগেরহাট শহরের শালতলা হরিসভা এলাকার প্রয়াত আফসার উদ্দিনের ছেলে। মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।এদিকে গত ৬ দিনে বাগেরহাটে নতুন করে ৩৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।বাগেরহাটের সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবির জানান, করোনাভাইরাসের সংক্রমণে বাগেরহাট জেলায় চিকিৎসক, আইনজীবী, সরকারি কর্মচারী, সাংস্কৃতিক কর্মীসহ মোট ২৭ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার এক দিনেই বাগেরহাট জেলায় নতুন করে করোনা শনাক্ত হয় ১১ জনের। আর এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তে সংখ্যা দাঁড়াল ১ হাজার ১১৩ জন। আক্রান্তদের মধ্যে বর্তমানে ৪৭ জন সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।আইনজীবীর ছেলে বায়জীদ হোসেন বলেন, বাগেরহাট শহরের শালতলা হরিসভা লেনের বাসিন্দা আমার বাবা আকরাম হোসেন গত ১৯ মার্চ থেকে জ্বরে ভুগছিলেন। তখন বাড়িতে রেখেই তার চিকিৎসা চলছিল।তিনি বলেন, বেশি অসুস্থ হওয়ায় তাকে ২৭ মার্চ বাগেরহাট সদর হাসপাতালে করোনা ইউনিটে ভর্তি করি। সেখানে ভর্তির পর চিকিৎসকরা তার নমুনা সংগ্রহ করে পিসিআর ল্যাবে পাঠালে করোনা পজিটিভ হয়। এখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ডেডিকেটেড ইউনিটে রেফার্ড করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ১০০ শয্যার করোনা ডেডিকেটেড হাসপাতালের মেডিকেল অফিসার ডা. সুমিত পাল বলেন, এখানে ভর্তির পর আকরাম হোসেন জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন। তাকে আইসিইউতে রেখে চিকিৎসা দেয়া হচ্ছিল। শুক্রবার ভোর ৫টার দিকে তিনি মারা যান।

বাগেরহাট প্রতিনিধি

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত