Sunday, May 19, 2024

ভারত ফেরতদের ১৪ দিনের কোয়ারেন্টাইনের নির্দেশনা

- Advertisement -

যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত ফেরত যাত্রীদের ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকার নির্দেশনা দেয়া হয়েছে। আজ বুধবার থেকে এ নির্দেশনা বাস্তবায়ন করতে হবে। বিষয়টি নিশ্চিত করেছেন যশোরের ডিসি তমিজুল ইসলাম খান।তিনি জানান, বেনাপোল দিয়ে এখন প্রতিদিন ৪০০ থেকে ৫০০ জন যাত্রী আসছেন। কিন্তু বেনাপোল শহরে ২০০ থেকে ২৫০ জন ধারণক্ষমতার আবাসিক হোটেল রয়েছে। এজন্য যশোর শহরের হোটেলে যাত্রীদের সরিয়ে আনতে হবে। আপাতত সরকারি নির্দেশনা বাস্তবায়নের উদ্যোগ হিসেবে আমরা পদক্ষেপ নিচ্ছি।দেশে করোনার সংক্রমণ ও মৃত্যুর হার বেড়ে যাওয়ায় সংক্রমণ প্রতিরোধে ভারত ফেরত যাত্রীদের ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখার নির্দেশনা আসে। মঙ্গলবার দুপুরে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমেদ কায়কাউস স্বাক্ষরিত প্রজ্ঞাপনের নির্দেশনাপত্রটি যশোর জেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ, বেনাপোল ইমিগ্রেশন ও পুলিশের হাতে আসে।

রাতদিন সংবাদ

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত