Saturday, May 18, 2024

বাঘারপাড়ার টিটো হত্যা মামলায় চার্জশিট, ১৩ জন অভিযুক্ত

- Advertisement -

যশোরের বাঘারপাড়া উপজেলার উপ-নির্বাচনে নৌকা প্রতীকের কর্মী খালেদুর রহমান টিটো হত্যা মামলায় ১৩ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দিয়েছে পুলিশ। ঘটনার তিনমাসের মাথায় তদন্ত কর্মকর্তা বাঘারপাড়া থানা পুলিশের এসআই শেখ আনসার আলী এ চার্জশিট জমা দেন। অভিযুক্তরা হলেন, বাঘারপাড়া উপজেলার জহরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান দ্বীন মোহাম্মদ ওরফে দিলু পাটোয়ারী ও তার ভাই নুর মোহাম্মদ পাটোয়ারী, হলদা গ্রামের উজির খালাসীর ছেলে শরিফুল ইসলাম, বেতালপাড়া গ্রামের ছুরমান মোল্যার ছেলে মনিরুল কানা, এজের আলীর ছেলে সাইদ, মৃত মুনসুর বিশ্বাসের ছেলে আসাদ, হলিহট্ট গ্রামের নাজমুল হুদার ছেলে মাসুদ হোসেন, বেতালপাড়া গ্রামের শাহ আলমের ছেলে বাবু, সামসুর বিশ্বাসের ছেলে রবিউল, জয়নালের ছেলে শাহিনুর রহমান, মোক্তার মোল্যার ছেলে আজিম, হলিহট্ট গ্রামের আবু তাহেরের ছেলে জসিম ও গরিবপুর গ্রামের মৃত দলিল উদ্দিনের ছেলে রেজাউল মুন্সী। এছাড়া চার্জশিটে এজাহারভুক্ত চার আসামিকে এ মামলা থেকে অব্যহতির আবেদন জানানো হয়েছে। তারা হলেন, বাঘারপাড়া উপজেলার দোহাকুলা গ্রামের মৃত মোদাচ্ছের মোল্যার ছেলে আব্দুর রউফ মোল্যা ওরফে আব্দুর রব, নলডাঙ্গা গ্রামের বাকীবিল্লাহ বাকুর ছেলে আতাউল্লাহ সোহান, যশোর সদর উপজেলার ফুলবাড়ি গ্রামের লুৎফর রহমানের ছেলে আমিনুর রহমান মিঠু ও শহরের পুরাতন কসবা কাজীপাড়ার মৃত সিদ্দিকুর রহমানের ছেলে ফেরদাউস হোসেন সোমরাজ।
উল্লেখ্য, ২০২০ সালের ৯ ডিসেম্বর সন্ধ্যা ৭টার দিকে টিটো প্রতিপক্ষের হামলার শিকার হন। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু তার অবস্থার অবনতি হলে পরদিন ১০ ডিসেম্বর খালেদুর রহমান টিটোকে ঢাকায় নিয়ে যাবার সময় সকাল ৯টার দিকে তিনি মারা যান। এ ঘটনায় নিহতের ভাই বদর উদ্দিন মোল্যা ১৭ জনকে আসামি করে বাঘারপাড়ায় থানায় হত্যা মামলা করেন। পরে এই মামলার তদন্ত শেষে ১৩ জনকে অভিযুক্ত এবং চার জনের অব্যহতির আবেদন জানিয়ে আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ। নুর মোহাম্মদ পাটুয়ারী ও সাবেক চেয়ারম্যান দিলু পাটোয়ারীর নির্দেশে তার উপর হামলা চালানো হয়। তারা দুজনেই বর্তমানে কারাগারে আটক রয়েছেন।

রাতদিন সংবাদ

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত