Saturday, May 18, 2024

চৌগাছায় ৫ সন্তানের মায়ের আত্মহত্যা

- Advertisement -

যশোরের চৌগাছায় ছেলে ও ছেলে বউয়ের অবহেলায় আছিয়া বেগম (৭৫) নামে এক নারী আত্মহত্যা করেছেন। তিনি উপজেলার নারায়ণপুর ইউনিয়নের হাজরাখানা গ্রামের সরজেত আলীর স্ত্রী।বুধবার বিকেলে ছোট ছেলের আবাদে দেয়ার জন্য আনা ঘাষপোড়া খান তিনি। বিষয়টি বুঝতে পেরে বৃদ্ধা মাকে চৌগাছা সরকারি মডেল হাসপাতালে ভর্তি করান। সেখানে অবস্থার অবনতি হলে যশোর সদর হাসপাতালে পাঠানো হয়। বৃহস্পতিবার সকালে যশোর সদর হাসপাতাল থেকে খুলনা নেয়ার পথে তার মৃত্যু হয়।খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে চৌগাছা থানায় নিয়ে আসেন। পরে ময়নাতদন্তের জন্য লাশ যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। ময়নাতদন্ত শেষে সন্ধ্যায় তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।নাম প্রকাশে অনিচ্ছুক ওই বৃদ্ধার কয়েকজন স্বজন জানিয়েছেন, তার তিন ছেলে ও দুই মেয়ে রয়েছে। তারা সবাই প্রতিষ্ঠিত ও স্বাবলম্বী। কোনো ছেলে-মেয়ে তাকে ঠিকমত দেখাশোনা করতো না। তাই ছোট ছেলের নামে কিছু জমি লিখে দিয়ে তার সংসারে খেতেন স্বামী-স্ত্রী। অন্য ছেলে ও ছেলে বউয়েরা ঠিকমত যত্ন নিতেন না। এমনকি ওই বৃদ্ধা আছিয়া টয়লেট নষ্ট করে ফেলবেন বলে বাড়ির টয়লেটে তাকে যেতে দেয়া হতো না।এ নিয়ে সম্প্রতি ছেলে ও ছেলের বউয়ের সাথে মনোমালিন্য হয়। ছোট ছেলে ছাড়া অন্য ছেলেরাও নেবে না। এমনকি মেয়েরাও খোঁজ নেন না। বৃদ্ধা মা তাহলে কার কাছে, কীভাবে থাকবেন? এসব চিন্তায় হতাশ হয়ে পড়েন। এ অবস্থায় বুধবার সন্ধ্যায় ছোট ছেলের ঘর থেকে ঘাষপোড়া খান আছিয়া বেগম।নারায়নপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মনিরুজ্জামান মিলন জানান, বৃদ্ধা মায়ের লাশের ময়নাতদন্ত শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম সবুজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘বয়ষ্ক একজন মানুষ বিষপানে আত্মহত্যা করায় আমি ব্যক্তিগতভাবে দুঃখ পেয়েছি। এলাকায় আত্মহত্যার হার বেড়ে গেছে। মৃতের স্বজনদের দেয়া তথ্যমতে এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা হয়েছে।’

চৌগাছা  প্রতিনিধি

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত