Saturday, May 18, 2024

অভয়নগরে মোটরসাইকেল চালক জসিম হত্যা মামলায় চারজনকে যাবজ্জীবন

- Advertisement -

অভয়নগরে ভাড়ায় চালিত মোটরসাইকেলের চালক জসিম হত্যা মামলায় চারজনকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। নিহত জসিম কেশবপুর উপজেলার আড়ুয়া গ্রামের আলতাফ সরদারের ছেলে। বৃহস্পতিবার যশোরের স্পেশাল জজ আদালতের বিচারক মোহাম্মদ শামসুল হক এ আদেশ দেন। দন্ডপ্রাপ্তরা  হলেন, অভয়নগর উপজেলার সমসপুর গ্রামের হারুন সরদারের ছেলে মারুফ হোসেন, মৃত মতলেব সরদারের ছেলে আয়ুব আলী, আলম ও হামিদ সরদারের ছেলে রবি। দন্ডিতদের মধ্যে আলম ও রবি পলাতক থাকায় বিচারক তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। রায় ঘোষণা শেষে দন্ডিত মারুফ হোসেন ও আয়ুব আলীকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এসময় সরকার পক্ষের আইনজীবী সাজ্জাদ মোস্তফা রাজা উপস্থিত ছিলেন।
আদালত সূত্র জানায়, ২০০৭ সালের ১৩ জানুয়ারি আসামি মারুফ হোসেন জসিমের মোটরসাইকেল ভাড়া করেন। তাকে নিয়ে নিজ বাড়ি অভয়নগর উপজেলার সমসপুর গ্রামে যায়। বিকেল পাঁচটার দিকে খাওয়া-দাওয়া শেষে মারুফ হোসেনসহ অন্য আসামিরা জসিমকে সাথে নিয়ে ঘুরতে বের হয়। তারপর থেকে জসিম নিখোঁজ ছিলেন। তার চাচা আমিনুল ইসলাম অন্য মোটরসাইকেল চালকদের কাছ থেকে তথ্য নিয়ে অভয়নগর থানায় মামলা করেন। পুলিশ তদন্ত করে এ ঘটনায় মারুফ হোসেন ও আয়ুব আলীকে আটক করে। তাদের দেয়া তথ্য মতে, মারুফ হোসেনের বাড়ির সেপটিক ট্যাংকের মধ্যে থেকে জসিমের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় আটক মারুফ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।  তদন্ত শেষে একই বছর পুলিশ জসিম হত্যায় এ চারজনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে। আসামিদের বিরুদ্ধে হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাদের এ সাজা প্রদান করেন।

রাতদিন সংবাদ

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত